নিউজ ডেস্ক: আন্তর্জাতিক অবিশ্বাসের বাতাবরণ দূর করে বিশ্বাসের ভিত মজবুত করতে হবে। শনিবার ভারত মণ্ডপমের(Bharat Mandapam) মঞ্চ থেকে জি২০ সম্মেলনের(G20 Summit) উদ্বোধনী ভাষণে ‘সাব কা সাথ, সাব কা বিশ্বাস’-এর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মোদী বলেন, “জি২০ সম্মেলনের সভাপতি হিসেবে ভারতের আবেদন, বিশ্বজুড়ে তৈরি হওয়া অবিশ্বাসের বাতাবরণ দূর করে বিশ্বাস এবং ভরসার পরিবেশ তৈরি করতে হবে। এই সময় আমাদের সকলের একসঙ্গে চলার সময়। এই সময় ‘সাব কা সাথ, সাব কা বিকাশ, সাব কা বিশ্বাস, সাব কা প্রয়াস’ এই মন্ত্রই আলো দেখাবে আমাদের।” সেইসঙ্গে প্রধানমন্ত্রীর সংযোজন, “উত্তর-দক্ষিণের বিভেদ কিংবা পূর্ব-পশ্চিমের দূরত্ব, সন্ত্রাসবাদ, সাইবার নিরাপত্তা, খাদ্যসংকট, স্বাস্থ্য, জ্বালানি সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সমস্যা তৈরি হলে আমাদের একত্রে তার সমাধান খুঁজতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখেই আমাদের এই সিদ্ধান্ত নিতে হবে।”
Tags: NULL