নিউজ ডেস্ক: ভারত ও বাংলাদেশের মধ্যে মুদ্রা বিনিময় দীর্ঘদিনের সমস্যা। এতদিন বাণিজ্যের প্রয়োজনে মার্কিন ডলারের ব্যবহার হত। সেইসঙ্গে ভারতে আসা বাংলাদেশি নাগরিকদের সেদেশের মুদ্রার বদলে মার্কিন ডলার নিয়ে আসা ছিল বাধ্যতামূলক। নিজ দেশের টাকা নিয়ে আসলে নানান সমস্যার মুখোমুখি হতে হত তাদের। বিনিময়ের ক্ষেত্রে রুপি কিংবা টাকা ছিল ব্রাত্য। এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে G-20-এর বৈঠকের মধ্যে। জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। ভারতে ও বাংলাদেশে আর্থিক বিনিময়ের জন্য চালু হতে চলেছে ‘রুপি টাকা কার্ড’। ফলে মার্কিন ডলারের উপর থেকে নির্ভরতা কমাতে আরও একধাপ এগোল ভারত।
Tags: NULL