নিউজ ডেস্ক: মহালয়ায় দেবী দুর্গার সাজে কাকে দেখা যাবে সে নিয়ে টলি পাড়ায় জলঘোলা শুরু হয়েছিল আগেই। কোন চ্যানেলে কোন অভিনেত্রীকে দেখা যাবে তা নিয়ে জল্পনা চলছিল। ছোটোপর্দার পরিচিত মুখ জগদ্ধাত্রী সিরিয়ালের জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতাকে দেখা যাবে মা দুর্গার ভূমিকায়। অপরদিকে অন্য এক চ্যানেলে মহালয়ার অনুষ্ঠানে দেখা যেতে চলেছে কোয়েল মল্লিককে। আবার কানাঘুষোয় শোনা গিয়েছে যে দিতিপ্রিয়া রায়কে মা দুর্গার চরিত্র থেকে বাদ দেওয়া হয়েছে। সেই নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া।
স্টার জলসার মহালয়া অনুষ্ঠানে এইবছর দুর্গারূপে দেখা যাবে কোয়েল মল্লিককে। জি বাংলার সিরিয়াল জগদ্ধাত্রীতে নামভূমিকায় অভিনয় করেন অঙ্কিতা। চ্যানেলের তরফে জানানো হয়েছে যে অঙ্কিতাই হবেন এই বছর জি বাংলার দুর্গা। ঘোষণা জানার পর থেকেই প্রশ্ন তৈরি হয়েছে নেটিজেনদের মনে। কারণ কিছুদিন আগেই নিজের ইনস্টাগ্রাম পেজে দেবী সাজের আভাস দিয়েছিলেন তিনি। একটি সাক্ষাৎকারে দিতিপ্রিয়া বলেন, ‘অঙ্কিতাকেই মহিষাসুরমর্দিনী হিসেবে দেখা যাবে। আমিও থাকব। তবে কোন চরিত্রে কীভাবে সেটা সারপ্রাইজ। এবারের গল্পটা সাজানো হয়েছে এমন ভাবে যে দর্শকরা অনেক চমক পাবেন। অবাক হয়ে যাবেন রীতিমত।’
দিতিপ্রিয়া রায় রানি রাসমণি সিরিয়ালে অভিনয় করেই দর্শকদের নজরে এসেছিলেন। তাই তাঁকে এখনো প্রায় সকলেই ছোট পর্দার রানি মা হিসেবেই চেনেন। যদিও এখন অন্যান্য চরিত্রেও বেশ কাজ করছেন তিনি। সিনেমা, সিরিজেও নিয়মিত দেখা যায় তাঁকে। যদিও সিরিজের কাজ নিয়ে বেশি ব্যস্ত তিনি। মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানে তাঁকে হয়তো লক্ষ্মী ও অন্যান্য রূপে দেখা যাবে।