নিউজ ডেস্ক: তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর
তাকে তৃণমূল কংগ্রেস একটা ভ্যাকসিন দেয়। সেই ভাকসিনের নাম
দুর্নীতির ভ্যাকসিন। এই ভ্যাক্সিন নিলেই ভদ্র মানুষ চোর হয়ে যায়। তারাপীঠে বললেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তিনি বলেন তৃণমূল কংগ্রেসে যোগদান করার আগে যে কেউ স্বচ্ছ
থাকে। তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর তাকে তৃণমূল কংগ্রেস একটা ভ্যাকসিন দেয়।
সেই ভাকসিনটার নাম হচ্ছে চোর এবং দুর্নীতি ভ্যাকসিন। দীপক অধিকারি , সায়নী ঘোষ ও নুসরত জাহান এরাও সেই ভ্যাক্সিন নিয়ে
সবার কাছ থেকে টাকা নেওয়া শুরু করেছে।
শুক্রবার বীরভূম সফরে আসেন বিজেপির বিধায়ক
হিরন চট্টোপাধ্যায়। জেলায় বেশ কয়েকটি জনসভায় যোগ দেন তিনি। শনিবার তারাপীঠ মন্দিরে পুজো দেন তিনি। পুজো দিয়ে সাংবাদিকদের
প্রশ্নের উত্তরে তিনি শাসক দলের নেতাদের কটাক্ষ করে এই কথা
বলেন।