নিউজ ডেস্ক: শত চেষ্টা করেও শেষ রক্ষা হল না। ইউএস ওপেন(US Open)এর পুরুষ ডাবলসের ফাইনাল থেকে ছিটকে গেলেন রোহন বোপন্না(Rohit Bopanna)-ম্যাথিউ এবডেন(Matthew Ebden)এর জুটি। যদিও অনুরাগীদের প্রত্যাশা মতো গ্র্যান্ডস্লামের ফাইনালে পৌঁছে গিয়েছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ(Novac Djokovic)।
শুক্রবার পুরুষ ডাবলসের ফাইনালে রাজীব রাম এবং স্যালিসবারির মুখোমুখি হন বোপান্না-ম্যাথিউ জুটি। দুর্দান্ত পার্ফমেন্স দিয়ে প্রথমটা শুরু করেন তাঁরা। দু’বারের চ্যাম্পিয়ন জুটির বিরুদ্ধে ৬-২ ব্যবধানে প্রথম সেট জিতে নেয় বোপান্না-ম্যাথিউ। তারপর আর কামব্যাক করতে পারেনি ভারতীয়-অজি জুটি। খেলা ঘুরিয়ে ৬-৩ ব্যবধানে দ্বিতীয় সেট জিতে যান রাজীবরা। পরের সেট ৬-৪ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয় মার্কিন-ব্রিটিশ জুটি। সেইসঙ্গে এই প্রথমবার গ্র্যান্ডস্লামের ফাইনালে পৌঁছে রানার্স আপ হয়ে ঘরে ফিরতে হল ভারতীয় টেনিস তারকা বোপন্নাকে।
তবে এদিন অনুরাগীদের মন রেখেছেন জকোভিচ। পুরুষ সিঙ্গলসের সেমি ফাইনালে বেন শেলটনকে স্টেট সেটে হারান তিনি। মার্কিন টেনিস তারকার সঙ্গে ২ ঘণ্টা ৪১ মিনিটের লড়াইয়ে নোভাকের স্কোর ৬-৩, ৬-২, ৭-৬(৬-৪)। বেনকে প্রতিটি সেটে কার্যত দাঁতই ফোটাতে দেননি নোভাক। আর সেইসঙ্গে টেনিসের ওপেন এয়ার সর্বোচ্চ ৩৬টি গ্র্যান্ডস্লামের ফাইনালে ওঠার রেকর্ড গড়েছেন তিনি। উল্লেখ্য, ফাইনালে রুশ টেনিস তারকা ড্যানিল মেদভেদেব-এর বিপরীতে খেলবেন জকোভিচ। এখন দেখার সেই খেলায় জিতে ফের কোনও রেকর্ড গড়তে পারেন কীনা!