নিউজ ডেস্ক: বিদেশি জাহাজের সঙ্গে সংঘর্ষে
গভীর সমুদ্রে ঘটল বড়সড় দুর্ঘটনা। শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে বকখালির তট
থেকে প্রায় ৪০-৪৫ কিলোমিটার দূরে সমুদ্রের গভীরে। জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া
ট্রলারের ১৬ জন মৎস্যজীবীর সকলকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারমেন
অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক বিজন মাইতি জানিয়েছেন, “৫ সেপ্টেম্বর দক্ষিণ ২৪ পরগনার রামনগর থানার নৈনানের গাজীপুর থেকে এফ বি
রাজেশ্বরী নামের একটি ফিশিং ট্রলার ১৬ জন মৎস্যজীবীকে নিয়ে ইলিশ ও অন্যান্য মাছ ধরতে গভীর
সমুদ্রে পাড়ি দেয়। গতকাল অর্থাৎ শুক্রবার গভীর রাতে ওই মৎস্যজীবীরা যখন জাল ফেলে মাছ ধরছিলেন সেসময় বিদেশি একটি জাহাজ সেখান থেকে যাচ্ছিল। ওই জাহাজের সঙ্গে আচমকাই
সংঘর্ষ ঘটে ট্রলারটির। জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা
মৎস্যজীবিরা উত্তাল সমুদ্রে ভাসতে থাকেন। আশপাশে মাছ ধরছিল আরও দু‘টি ট্রলার। ওই ট্রলার দু‘টি তৎক্ষণাৎ ডুবে যাওয়া
ট্রলারের ওই বিপদগ্রস্ত মৎস্যজীবীদের সাহায্যে এগিয়ে আসে। ওই দুই ট্রলারের
মৎস্যজীবীরা সমুদ্রে ভাসতে থাকা সমস্ত মৎস্যজীবীকেই উদ্ধার করে তাঁদের ট্রলার দু‘টিতে তুলে নেন।
শনিবার উদ্ধার হওয়া ওই মৎস্যজীবীদের নিরাপদে
ফিরিয়ে আনতে ইতিমধ্যেই গভীর সমুদ্র থেকে কাকদ্বীপ ঘাটের দিকে রওনা দিয়েছে
উদ্ধারকারী ট্রলার। ডুবে যাওয়া ট্রলারটিকেও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। কিন্তু ট্রলারে থাকা প্রায় এক টন
ইলিশ নষ্ট হয়ে বড়সড় লোকসানের মুখোমুখি মৎস্যজীরীরা।