নিউজ ডেস্ক: এ বার পেলেকে ছাপিয়ে গেলেন নেইমার। বলিভিয়ার বিরুদ্ধে প্রাক বিশ্বকাপের ম্যাচে ৫-১ জিতল
ব্রাজিল। সেই ম্যাচে জোড়া গোল করে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা এখন নেইমার। ১৯৭১
সালের ১১ জুলাই অস্ট্রিয়ার বিরুদ্ধে ৭৭তম গোল করেছিলেন ফুটবল সম্রাট। ৪১ বছর পর
সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছিলেন কাতার বিশ্বকাপে। এ বার পেলেকে ছাপিয়ে গেলেন নেইমার। বলিভিয়ার বিরুদ্ধে প্রাক বিশ্বকাপের ম্যাচে ৫-১ জিতল
ব্রাজিল। সেই ম্যাচে জোড়া গোল করে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা এখন নেইমার।
লাতিন আমেরিকার বিশ্বকাপ যোগ্যতা
পর্বের ম্যাচে ৭৮তম আন্তর্জাতিক গোল করে পেলেকে ছাপিয়ে যান। একেবারে স্টপেজ টাইমে
রাফিনহার কাছ থেকে পাওয়া লো বল ধরে গোল করেন নেইমার। ৩১ বছরের ফুটবলার সদ্য পিএসজি
ছেড়ে যোগ দিয়েছেন সৌদি লিগের ক্লাব আল হিলালে। ১৯৫৭ থেকে ১৯৭১ সালের মধ্যে পেলে
ব্রাজিলের গোলের রেকর্ড করেছিলেন। তিতে জমানার পর এখন ব্রাজিলের কোচ ফের্নান্দো
দিনিজ। নতুন কোচের হাত ধরে বড় জয় এল ব্রাজিলের।
৮২ বছর বয়সে প্রয়াত হলেও পেলের
টুইটার অ্যাকাউন্ট এখনও চলছে। সেখান থেকে
টুইট করা হয়, ‘ফুটবলের রাজাকে
ছাপিয়ে যাওয়ার জন্য নেইমারকে অভিনন্দন। পেলে নিশ্চিতভাবেই আজ শুভেচ্ছা জানাচ্ছে
তোমাকে।’