নিউজ ডেস্ক: প্রকাশ্য এল ‘রক্তবীজ’ ছবির প্রথম গান। তবে যেমন তেমন গান নয়, আইটেম গান। অ্যাকশন বা থ্রিলার গোত্রীয় বাংলা ছবিতে আইটেম গান থাকবে না তা ভাবাই যায় না। প্রত্যেক বছর একটা না একটা আইটেম গান বাজারে আসবেই যা পরে পুজোর প্যান্ডেলগুলিতে একছত্র আধিপত্য বিস্তার করে। তবে বাংলা সিনেমায় এই প্রথম আইটেম গানে কোনো পুরুষ শিল্পীকে দেখা গিয়েছে।
টলিপাড়ায় অভিনেতাদের মধ্য়ে ভালো ডান্সার বলতে প্রথম সারিতেই উঠে আসে অঙ্কুশ হাজরার নাম। এবার তিনিই জমিয়ে নাচলেন নন্দিতা-শিবপ্রসাদের পুজোর ছবি ‘রক্তবীজ’-এর আইটেম গানে। গোবিন্দ দাঁত মাজে না-র তালে চুটিয়ে কোমর দুলিয়েছেন তিনি। প্রযোজনা সংস্থার তরফে এই গান সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়। ক্যাপশনে লেখেন, ‘ফ্রম হাওড়া টু বর্ধমান, গয়া টু কাশী, মেন লাইন কর্ড লাইন, ওগো মেসো আর মাসি, সকলে জানে রে কেউ কিছুই বলে না। কেন গোবিন্দ দাঁত মাজে না!’
পুজোর মরশুমে আসতে চলেছে রহস্য ও থ্রিলার গোত্রীয় ছবিটি। বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণকাণ্ড ঘটনাটি নিয়ে চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালকদ্বয়। গুরুগম্ভীর বিষয়ের ছবির মাঝে মনের মেঘ হালকা করতেই হয়তো এমন ‘ভাসান ডান্স’ রাখার পরিকল্পনা করেছেন তাঁরা। এই ছবিতেই প্রথমবার জুটি বেঁধেছেন আবীর ও মিমি। এছাড়াও ছবিতে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অনসূয়া মজুমদার, অম্বরীশ ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, গুলশানারা খাতুন, কাঞ্চন মল্লিক, দেবাশীষ মন্ডল, প্রমুখরা।