নিউজ ডেস্ক: শনিবার ৫৬ বছর বয়সে পদার্পণ করলেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। সকাল থেকেই সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে শুভেচ্ছাবার্তায়। অনুরাগীরা তো বটেই সহকর্মীরাও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। তবে নিজের জন্মদিন এবার আধ্যাত্মিক ভাবে পালন করলেন অভিনেতা। গেরুয়া বসনে মাথায় তিলক কেটে পুজো দিলেন মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দিরে। সারা দেশের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম হল মধ্যপ্রদেশের এই মহাকালেশ্বর মন্দির। ওই রাজ্যের উজ্জয়িনী শহরের রুদ্রসাগর হ্রদের তীরে অবস্থিত এই শিবমন্দির।
সাম্প্রতিক কালে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ছবি ওএমজি ২ ছবিটি। যেখানে এই মন্দিরের দৃশ্য দেখানো হয়েছে। ছবির বেশ কিছু অংশ এই মন্দিরে শুট করা হয়েছিল। ভক্তদের কাছে খুবই জাগ্রত এই মন্দির। বলা হয়ে থাকে যে ভক্তদের মনোবাঞ্চা পূর্ণ করেন মহাদেব। তাই সারাবছরই সাধারণ দর্শনার্থী ছাড়াও তারকাদের ভিড়ও লেগেই থাকে এই মন্দিরে। জন্মদিনের সকালেই ছেলে আরভ ও ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ানের সঙ্গে পুজো দিতে যান অক্ষয়। তাঁর পুজো দেওয়ার ছবি ভিডিয়ো ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেখা গিয়েছে যে অভিনেতার পরণে গেরুয়া পরিধান ও ছেলে আরভের পরণে সাদা পাজামা পাঞ্জাবি। কিছুটা তফাতেই বসে আছেন শিখর। ভক্তিভরে পুজো দেন তিনি।
তাঁর জন্মদিনের কয়েকদিন আগেই প্রকাশ পেয়েছে অক্ষয় কুমারের পরবর্তী ছবি মিশন রানিগঞ্জ-এর পোস্টার। পশ্চিমবঙ্গের রানিগঞ্জ কয়লা খনির জন্য বিখ্যাত। সেখানেই একবার এক কয়লা খনিতে ধস নেমে ৬৫জন শ্রমিক মাটির নিচে আটকে পড়েন। সেই ঘটনাকে কেন্দ্র করেই এই ছবি আসতে চলেছে। আটকে পড়া শ্রমিকদের প্রাণে বাঁচাও মুশকিল ছিল কিন্তু সেই দিন সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন যশবন্ত সিং গিল। সকলের বারণ উপেক্ষা করেই খনির নিচে নেমে যান তিনি। উদ্ধার করেন আটকে পড়া শ্রমিকদের। তাঁর চরিত্রেই অভিনয় করবেন অক্ষয়। চলতি বছরের অক্টোবরেই এই ছবির মুক্তির কথা রয়েছে।