নিউজ ডেস্ক: শনিবার ফের
তান্ডব দাঁতালের। ক্ষতিগ্রস্ত একাধিক দোকান পাট সহ ফসল ও
সব্জিচাষের। বাজারে থাকা ভুষির দোকানে দাঁতালের হানা।
আতঙ্কিত হয়ে পড়লেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে
ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের ধানঘোরী বাজার এলাকায়।
শনিবার
সকাল থেকে তান্ডব শুরু করে হাতির দল। হাতির তান্ডবে ভাঙ্গল পরপর দোকানের শাটার। ক্ষতিগ্রস্ত হল ভুট্টার ক্ষেত ও সব্জি। দাঁতাল তান্ডব চালায়
বাজারে থাকা ভুষিমাল দোকানের গোডাউনে, ভেঙে ফেলে একাধিক
শাটার, ক্ষতিগ্রস্ত চাষের ফসল বাড়ির দুয়ারেই দরজার সামনে
দাঁড়িয়ে রামলাল। ঘুম উড়েছে এলাকাবাসীর, শুক্রবার গোটা রাত
তান্ডব চালানোর পাশাপাশি শনিবার ভোর রাত থেকে সকাল পর্যন্ত সাঁকরাইলের ধানঘোরী,
মুড়াকাটি, দুধিয়ানালা এলাকায় তান্ডব চালায়
রামলাল, অবশেষে তান্ডব চালিয়ে রামলাল ফিরে যায় জঙ্গলে,
বারংবার হাতি জনবহুল এলাকায় তান্ডব চালাচ্ছে বনদপ্তর এর দেখা নেই,
মিলছে না ক্ষতিপূরণ, বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ
এলাকাবাসীর! এই বিষয়ে ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডী বলেন, “এই বিষয় নিয়ে আমি আগেই চিন্তা করেছিলাম। হাতি
কোথায় আছে সেটা জানার জন্য জিপিএস বা ড্রোন ব্যাবহার করা যেতে পারে। তাহলে হাতির
হানায় মৃত্যু কমবে, ফসলের ক্ষতি আটকানো যাবে”।
তবে যেভাবে সাঁকরাইল ব্লক জুড়ে হাতির দল
তান্ডব শুরু করেছে তাতে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকার বাসিন্দারা। যে কোনো
সময় বড় সমস্যার আশঙ্কা করছেন সাঁকরাইল ব্লকের
বাসিন্দারা। বিষয়টি বন দফতরকে জানানো হয়েছে। বনদপ্তরের পক্ষ থেকে এলাকার
গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তা সত্ত্বেও বাসিন্দারা হাতির
হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন।