নিউজ ডেস্ক: ডুয়ার্সের ট্রেনরুটে হাতি ও
অন্যান্য বন্যপ্রানীর মৃত্যু ঠেকাতে শনিবার আলিপুরদুয়ার ডি আর এম অফিসে ফরেস্ট ও
রেলের উচ্চপর্যায়ের একটি সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে
উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার ডিভিশনের ডি আর এম অমরজিত গৌতম,পিসিসিএফ
ওয়াইল্ড লাইফ উজ্বল ঘোষ সহ রেল ও বনবিভাগের উচ্চ পর্যায়ের
আধিকারিকরা। দীর্ঘক্ষণ এই বৈঠক চলে।
পরে ডি আর এম অমরজিত গৌতম ও পিসিসিএফ ওয়াইল্ড
লাইফ উজ্বল ঘোষ সাংবাদিক দের জানান, “ বন বিভাগ ও রেল যৌথ বৈঠক হল। শিলিগুড়ির সেবক থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত ১৬৩ কিলোমিটার ট্রেন রুটে যাতে বন্য জীবজন্তু মারা না যায় সেইদিকটিতে লক্ষ্য
রাখা হবে। এছাড়া এটি নিয়ে বনবিভাগ ও রেলের মধ্যে একটি কমিটি করা হয়েছে। ওই কমিটি এসব দেখবে। রেলের কন্ট্রোল
রুমে ফরেস্টের কর্মী সব সময়ের জন্য রাখা হবে। তাতে রেল ও বনের সমন্বয় হবে”।
এর আগে ট্রেনে কাটা পড়ে অনেক হাতির মৃত্যু
হয়েছে। সেই সংখ্যা গত ২০ বছরে ১০০ র কাছাকাছি। যদিও গত তিন বছরে এই সংখ্যা অনেকটাই কমেছে। গত তিন বছরে মাত্র ২ টি ঘটনা ঘটেছে। রেল ও বন দফতর আশাবাদী
নতুন ব্যবস্থা ফলপ্রসূ হবে। এবং বন্যপ্রানীর মৃত্যু ঠেকানো যাবে।