নিউজ ডেস্ক: ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে দক্ষিণী পরিচালক অ্যাটলি পরিচালিত ছবি ‘জওয়ান’। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই শো পেয়েছে এই ছবি। মাঝরাতেও হাউসফুল ‘জওয়ান’। অগ্রিম টিকিটেই তাক লাগিয়ে দিয়েছিল ‘জওয়ান’। দীর্ঘ চার বছর পরে জানুয়ারিতে বড় পর্দায় দেখা গেল তাঁকে। পর পর ফ্লপ ছবির পরেই ‘পাঠান’ এসে সোজা ঢুকে পড়ল হাজার কোটির ক্লাবে। তবে এইবার নিজের সেই রেকর্ড নিজেই ভাঙলেন বাদশা। বক্স অফিস অ্যানালিস্টদের মতে ‘জওয়ান’ এইবছরে সবচেয়ে বেশি টাকার ব্যবসা করতে চলেছে। মাত্র দু’দিনেই বিশ্বব্যাপী ২০০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। তবে জানেন কি শাহরুখের এই ছবিকেও টুকলির তকমা দিচ্ছে নেটিজেনরা!
শাহরুখের এই ছবির সঙ্গে অন্য এক তামিল ছবির মিল খুঁজে পেয়েছেন অনেকেই। সোশ্যাল মিডিয়া হ্যান্ডল ‘এক্স’-এ একজন পোস্ট করেন যে, ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ছবি ‘থাই নাডু’র নকল করেছেন পরিচালক অ্যাটলি। এর আগেও তাঁর বিরুদ্ধে ছবির গল্প নকল করার অভিযোগ উঠেছে। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া এই ছবিতে নায়ক সত্যরাজেরও শাহরুখের মতোই দ্বৈত চরিত্র ছিল। ‘জওয়ান’ দেখার পর ‘থাই নাডু’ দেখেছেন যে দর্শকরা, তাঁরা মেনে নিয়েছেন যে, সত্যিই মিল আছে চরিত্র দু’টির মধ্যে। যদিও অনেকের মতে, ‘জওয়ান’-এ দক্ষিণী সিনেমার ছাপ থাকলেও গল্প মৌলিক।
শুধু তাই নয় ছবির গল্প চুরির অভিযোগে দীর্ঘ তালিকা রয়েছে পরিচালক অ্যাটলির। তার মধ্যে দক্ষিণী তারকা অভিনেতা বিজয় থালাপতির ছবিও রয়েছে। ২০১৯ সালে মুক্তি পায় ‘বিগিল’ ছবিটি। যা দেখে তেলুগু স্বল্পদৈর্ঘ্যের ছবি নির্মাতা নন্দী চিন্নি রেড্ডি অভিযোগ করেছিলেন যে, তাঁর সিনেমা ‘স্লাম সসার’-এর সারাংশ হল ‘বিগিল’। সামান্থা রুথ প্রভু ও বিজয় থালাপতি অভিনীত ছবি ‘থেরি’-ও টুকলি করা গল্প বলেই অভিযোগ ওঠে। ১৯৮২ সালের রজনীকান্তের ছবি ‘মুন্ড্রুমুগাম’-এর গল্প থেকেই ‘থেরি’ ছবি টোকা হয়েছিল বলে দাবি করেন নেটিজেনরা। যদিও এই মুহুর্তে কোনো কিছুকেই পাত্তা দিতে নারাজ শাহরুখপ্রেমীরা।