নিউজ ডেস্ক: আগামীকাল, রবিবার, এশিয়া কাপ ২০২৩-এ দ্বিতীয়বারের জন্য মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। গত সপ্তাহে গ্রুপ পর্বের ম্যাচটি বৃষ্টির ফলে বাতিল হয়ে যাওয়ার কারণে ছিল অমীমাংসিত। তবে আগামীকালও যে বৃষ্টি পণ্ড করে দেবে না খেলা তা অবশ্য জোর দিয়ে বলতে পারছেন না আয়োজকরা। তবে উল্লেখ্য, এই ম্যাচের জন্য একদিনের অতিরিক্ত বাফার ডে নিয়ে রাখা হয়েছে। আর এই নিয়ে প্রতিবাদও করেছে বাকি দলগুলি। অন্যদিকে শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দিতে দেখা গেছে কে.এল রাহুলকে। সঙ্গে যোগ দিয়েছেন বুমরাও। তাই প্রশ্ন উঠছে আগামীকালের সম্ভাব্য একাদশ নিয়ে।
চোট জর্জরিত রাহুলকে দলে রাখা হলেও দলের সঙ্গে উড়িয়ে আনা হয়নি তাঁকে শ্রীলঙ্কায়। জানানো হয়েছিল প্রথম দুটি ম্যাচের পর এশিয়া কাপে মাঠে নামার সম্ভাবনা রয়েছে তাঁর। সেই মতো শ্রীলঙ্কায় এসে নেট প্রাকটিসেও দেখা গেল ভারতের এই অভিজ্ঞ ক্রিকেটারকে। তাঁর স্থানে রিজার্ভে রাখা সঞ্জু স্যামসনকে ফেরত পাঠানো হয়েছে ইতিমধ্যে দেশে। তবে নেটে গা ঘামাতে দেখা গেলেও পাকিস্তানের বিরুদ্ধে আগামীকাল মাঠে নামবেন কিনা রাহুল তা এখনও স্পষ্ট নয়। তবে অনুমান, তিনি মাঠে নামলে বসানো হতে পারে শ্রেয়স আইয়ারকে। প্রথম ম্যাচে রাহুলের বিকল্প হিসেবে নেমেছিলেন ঈশান কিষান। কিন্তু ভারতের ব্যাটিং লাইন আপে ধস নামার পর অসাধারণ ব্যাট করে দলকে বড় অঙ্কের রানে পৌঁছে দিয়েছিলেন ঈশান।
এদিকে ছেলে হওয়ায় নেপালের সঙ্গে হওয়া ম্যাচে ছিলেন না বুমরা। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে এসে ফের দলে যোগ দিয়েছেন তিনি। আগামীকাল বুমরা মাঠে নামলে সামিকে তুলে নেওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে প্রবল। উল্লেখযোগ্য, গতকাল নেট প্রাকটিসের সময় সিরাজের বাউন্সার বল খেলতে গিয়ে কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়তে দেখা গিয়েছিল বিরাট কোহলিকে। যদিও চোট গুরুতর নয় বলেই মনে করা হয়েছে, কারণ এ নিয়ে কোনও মন্তব্য এ পর্যন্ত করেনি দল। তাই বিরাটের খেলা নিয়ে কোনও সংশয় আপাতত দেখা যাচ্ছে না। সব মিলিয়ে আগামীকাল ফের পূর্ণশক্তিতে পাক বধের লক্ষ্যে মাঠে নামছে রোহিত ব্রিগেড।