নিউজ ডেস্ক: শনিবার প্রকাশ্যে এল অরুণ রায় পরিচালিত ‘বাঘাযতীন’-এর টিজার। দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তাঁর জীবন কাহিনিকেই বড়পর্দায় তুলে ধরেছেন তিনি। ছবির নাম ভূমিকায় দেব। এই মুহূর্তে উত্তরবঙ্গের পাহাড়ি গ্রামে পর্ধানের শুটিংয়ে ব্যস্ত তিনি। তা স্বত্ত্বেও ছুটে এসেছেন কলকাতায়, শুধুমাত্র টিজার লঞ্চের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এর আগে বিনয়, বাদল ও দীনেশের সংগ্রাম পর্দায় তুলে ধরেছেন পরিচালক। পিরিয়ড ড্রামা তৈরিতে ওস্তাদ তিনি, যদিও এখন ক্যানসারের সঙ্গে লড়াই চালাচ্ছেন তিনি। তবুও এদিন ছবির টিজার লঞ্চের মঞ্চে হাজির পরিচালক।
ছবির টিজারে ‘বাঘাযতীন’ হিসাবে একাধিক লুকে দেখা মিলল দেবের। কখনও মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, গোঁফ, বিস্ফারিত চোখে পাঞ্জাবি লুকে অচেনা দেব। আবার কখনো সাধুবাবার বেশে। এই ছবিতে প্রায় ৯০ জন স্বাধীনতা সংগ্রামীর চরিত্র রয়েছে। ফলে ছবির কাস্টিংয়ে বেশ জোর দিতে হয়েছে পরিচালককে। ব্যোমকেশ মুক্তির আগেই দেব জানিয়েছিলেন যে ‘বাঘাযতীন’-এ অ্যাকশন হিরো হিসেবে দেখা যাবে তাঁকে। টিজারেই সেই অ্যাকশন স্পষ্টভাবে ধরা দিয়েছে। এই ছবিতে দেবের বিপরীতে অভিনয় করছে নবাগত নায়িকা সৃজা দত্ত।
টিজারের শুরুতেই দেখা গিয়েছে ব্রিটিশ শাসনের শৃঙ্খলে আবদ্ধ ভারতের টুকরো টুকরো ছবি। দেশমাতার প্রতি স্বামীর সমপর্ণ দেখে একইসঙ্গে উদ্বিগ্ন ও গর্বিত ‘বাঘা যতীনে’র স্ত্রী ইন্দুবালা। ইন্দুবালার তরিত্রেই অভিনয় করেছেন সৃজা। এছাড়াও সুদীপ্তা চক্রবর্তীর অভিনয়ও নজর কেড়েছে। ইতিহাস বলে খালি হাতে বাঘ মেরেছিলেন ‘বাঘাযতীন’। ভিএফএক্স-এর মাধ্যমে সেই লড়াই ফুটে উঠবে বড়পর্দায়। এ জন্য নাকি বিরাট অঙ্কের টাকা খরচ করেছেন প্রযোজক দেব। যার ঝলকও রয়েছে টিজারে।