নিউজ ডেস্ক: আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরে। এবার তা সফল হল। অবশেষে ভারতের উদ্যোগে জি২০(G20 Committee) জোটের স্থায়ী সদস্যপদ পেল আফ্রিকান ইউনিয়ন(African Union)। শনিবার মহাসম্মেলনে আগত সকল প্রতিনিধিদের সহমতে সভাপতি হিসেবে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আফ্রিকার ৫৫টি দেশ নিয়ে তৈরি হয়েছে আফ্রিকান ইউনিয়ন। এদিন ভারত মণ্ডপমে উপস্থিত ছিলেন ইউনিয়নের প্রেসিডেন্ট আজালি আসুমানি। আন্তর্জাতিক মহাজোটে তাঁকে স্বাগত জানিয়ে মোদী বলেন, “সকলের সম্মতিতে আফ্রিকান ইউনিয়নকে জি২০ জোটের স্থায়ী সদস্য করা হল। ইউনিয়নের প্রেসিডেন্ট আজালি আসুমানিকে জোটে তাঁর আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।”
মোদীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইউনিয়ন কমিশনের প্রধান মৌসা ফাকি মাহামাত। এই বিষয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেছেন তিনি। লিখেছেন, “দীর্ঘদিন ধরে এই অন্তর্ভুক্তিকরণের অপেক্ষায় ছিলাম। কমিটির সদস্য হিসেবে বিশ্বব্যাপী যেকোনও সমস্যায় কার্যকর অবদান প্রদান করবে ইউনিয়ন।”
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মঞ্চে গ্লোবাল সাউথ-এর উন্নতির পক্ষে সওয়াল করেছেন মোদী। জি২০ কমিটিতে ‘গ্লোবাল সাউথ’ যাতে স্থায়ী সদস্যপদ পায়, সেই প্রচেষ্টায় ছিলেন তিনি। উল্লেখ্য, এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকাকে একত্রে ‘গ্লোবাল সাউথ’ বলা হয়। অবশেষে মোদীর সেই প্রচেষ্টা সফল হল বলে মত কূটনৈতিক মহলের।