নিউজ ডেস্ক: সার্বিয়ার টেনিস তারকা নোভাক জকোভিচের
মুকুটে আরও একটি সাফল্যের পালক যুক্ত হল। ২০২৩ যুক্তরাষ্ট্রীয় ওপেন ফাইনালে
ড্যানিল মেদভেদেভকে পরাস্ত করে ২৪তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয় করলেন। রবিবার গভীর রাতে এই ফাইনাল ম্যাচের আয়োজন করা হয়।
সেখানেই রুশ প্রতিদ্বন্দ্বী মেদভেদেভ ৬-৩, ৭-৬,
৬-৩ ব্যবধানে হারিয়ে দেন জকোভিচ। এই নিয়ে চতুর্থ
যুক্তরাষ্ট্রীয় ওপেন খেতাব জয় করলেন তিনি। পাশাপাশি সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম খেতাবজয়ী হিসেবেও তিনি নিজের নাম লিখিয়ে ফেলেন।
দু’বছর আগে আর্থার অ্যাশ স্টেডিয়ামে মেদভেদেভের
কাছেই হারতে হয়েছিল জকোভিচকে। সেই ম্যাচের বদলা নেওয়া বাকি ছিল ২৩টি গ্র্যান্ড স্ল্যামের
মালিকের। ২৪তম গ্র্যান্ডস্ল্যাম জয়ের লড়াইয়ে নেমে প্রথম সেটের শুরুতেই মেদভেদেভের
সার্ভিস ব্রেক করে দেন জকোভিচ। সেই সেট তিনি জিতে নেন ৬-৩ ব্যবধানে। মেদভেদেভকে
প্রথম সেটে দাঁড়াতেই দিলেন না ৩৬ বছরের জকোভিচ।
দু’মাস আগে উইম্বলডনের ফাইনালে আলকারাজ়ের
বিরুদ্ধে হেরে গিয়েছিলেন জকোভিচ। সেই ম্যাচে হারের পর থেকে টানা ১২টি ম্যাচ জিতলেন
তিনি। এই বছর তিনটি গ্র্যান্ডস্ল্যাম জিতলেন তিনি। গ্র্যান্ডস্ল্যাম জয়ের তালিকায়
রাফায়েল নাদাল এবং রজার ফেডেরারকে আগেই পিছনে ফেলে দিয়েছিলেন জকোভিচ। এ দিন ছুঁয়ে
ফেললেন পুরুষ, মহিলা নির্বিশেষে সব থেকে বেশি
সিঙ্গলসে গ্র্যান্ডস্ল্যামের মালকিন মার্গারেটকে। পরের মরসুমে তাঁকেও টপকে জেতে
পারেন জকোভিচ।