নিউজ ডেস্ক: পুজোর আগে একদিনের লোক আদালতে
সরকারি কোষাগারে উঠল ৪০লক্ষ ৯৬হাজার টাকা। লোক আদালতে উঠল ১৩৬৫ মামলা। পুজোর আগে
শিলিগুড়ি লোক আদালতে নিষ্পত্তি হল ট্র্যাফিক সংক্রান্ত
দীর্ঘদিনের ৮৪২মামলার।
শনিবার লোক আদালতের জন্য চারটি বেঞ্চ গঠন করা
হয়। এ ডি জে ১‘থম, এডিজে ২‘য়, বেঞ্চ তিন সিবিআই কোর্ট এবং বেঞ্চ ৪র্থ এফটিসি
কোর্টে লোক আদালতে ওঠা মামলার শুনানি চলে। এদিন সর্বাধিক পরিমাণে দীর্ঘদিন ধরে
ঝুলে থাকা ট্র্যাফিক সংক্রান্ত মামলার নিষ্পত্তি হয়। এদিন ৮৪২টি ট্র্যাফিক
সংক্রান্ত মামলা ওঠে লোক আদালত বিচারপতিদের চার বেঞ্চে। ২৮লক্ষ ৬৬হাজার ৭৫০টাকা
শুধুমাত্র ট্র্যাফিক সংক্রান্ত মামলার নিষ্পত্তি হয় । উল্লেখ্যযোগ্য আদালতের
নির্ধারিত এই অর্থমূল্য এবং জরিমানার আদায়ের পরিমাণ সমান।
জানা গিয়েছে এরমধ্যে অধিকাংশ ট্র্যাফিক নিয়ম
লঙ্ঘন,
মদ্যপান করে গাড়ি চালানোর মতো অভিযোগ। বছরের পর বছর পথ দুর্ঘটনায় আহত
এবং পরিজন হারিয়েছেন এমন মামলাগুলির পুজোর মুখে নিষ্পত্তি ঘটে। প্রথম বেঞ্চে ২৪১টি
মামলা, দ্বিতীয় ১৫০ এবং তৃতীয় এনজিআর ট্রাফিক সংক্রান্ত ১৫১
এবং আন্ডার সেকশন ৯০ ট্রাফিক নিয়ম লঙ্ঘন ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে
১০০টি মামলা ওঠে ও চার নম্বর ব্যাংকে ২০০ টি ট্রাফিক সংক্রান্ত মামলা আদালতে ওঠে।
এদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও ঋণদানকারী এবং বিনিয়োগ সংস্থার ৫৪২টি মামলা ওঠে।
শিলিগুড়ি আইনি পরিষেবা কেন্দ্রের সম্পাদক দীপংকর বর্মন জানান এদিনের লোক আদালতে মোট ৯৫৬টি মামলার নিষ্পত্তি হয়েছে।
শুধুমাত্র ট্র্যাফিক সংক্রান্ত ৮৪২টি মামলার নিষ্পত্তি হয় ও অর্থমূল্য উঠেছে
২৮লক্ষ ৬৬হাজার ৭৫০টাকা। পুজোর মুখে একদিনের লোক আদালত থেকে ট্র্যাফিক সংক্রান্ত
এই বিপুল সংখ্যক অর্থ মূল্য সরকারি আয়ের খাতায় উঠছে।