নিউজ ডেস্ক: আরও বিপাকে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। দুর্নীতির মামলায় তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত।
৩৭১ কোটি টাকার দুর্নীতির মামলায় শনিবার তেলুগু দেশম পার্টি(TDP)এর প্রধানকে গ্রেফতার করে অন্ধ্রপ্রদেশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট(CID)। ২০২১ সালে স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতির মামলায় ২৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিআইডি। পুলিশের দাবি, প্রথমে তালিকায় চন্দ্রবাবুর নাম না থাকলেও তদন্ত শুরুর পর নাম উঠে আসে তাঁর। সেকারণে এদিন তাঁকে গ্রেফতার করা হয়েছে। সিআরপিসি ৫০-এর এক এবং দুই ধারায় অভিযোগ আনা হয়েছে চন্দ্রবাবুর বিরুদ্ধে। এছাড়া দুর্নীতি, ষড়যন্ত্র সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে তাঁর বিরুদ্ধে।
রবিবার দীর্ঘ ৮ ঘণ্টা ধরে চলে মামলার শুনানি। শুনানি শেষে চন্দ্রবাবুকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বিজয়ওয়াড়ার অ্যান্টি-কোরাপশন ব্যুরো কোর্ট(ACB Court)। জানা গিয়েছে, এই রায়ের পর প্রথমে বিজয়ওয়াড়ার এসআইটির অফিসে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখান থেকে সোমবার ভোরে রাজামুন্দ্রির জেলে পাঠানো নিয়ে আসা হয়েছে চন্দ্রবাবুকে।
রায় ঘোষণার পর আদালতে দুটি আবেদন জমা দেয় টিডিপি প্রধানের আইনজীবীরা। তাদের প্রথম দাবি, বিচার বিভাগীয় রিমান্ডের বিকল্প হিসেবে গৃহবন্দীর নির্দেশ দেওয়া হোক। দ্বিতীয়, তাঁকে বাড়ির খাবার এবং ওষুধ গ্রহণের অনুমতি দেওয়া হোক। যদিও কোনটাই গ্রাহ্য করেনি বিশেষ আদালত। সূত্রের খবর, এদিনের এই রায়ের পর তাঁর জামিন চেয়ে অন্ধ্রপ্রদেশের হাইকোর্টে যাবে চন্দ্রবাবুর আইনি দল।