নিউজ ডেস্ক: ফের বৃষ্টি বিঘ্নিত হয়ে ভেস্তে গেল গতকাল, রবিবারের ভারত-পাকিস্তান সুপার ফোর ম্যাচ। তবে অবশ্য অমীমাংসিত বলা যাবে না, কারণ এই ম্যাচের জন্য স্পেশ্যালভাবে আয়োজন করা হয়েছে একদিনের রিজার্ভ ডে, অর্থাৎ সেই নিয়ম অনুযায়ী গতকালের স্কোর থেকেই খেলা শুরু হবে আজ অর্থাৎ সোমবার। উল্লেখ্য, গতকাল ২৪.১ ওভারে ২ উইকেট হাতিয়ে ১৪৭ রান তুলেছে ভারত। আজ রিজার্ভ ডের নিয়ম মাফিক সেইখান থেকেই ফের ম্যাচ শুরু হওয়ার কথা। তবে খেলার শুরু থেকেই আবহাওয়া যদি ফের ব্যাগাত ঘটায় ম্যাচে, সেক্ষেত্রে আম্পায়াররা ফলাফলের আশায় ২০ ওভারের ম্যাচ ধরে পাকিস্তানকে পাঠাতে পারেন ব্যাট করতে।
গতকাল, টস জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম। ব্যাট করতে নেমে প্রথম থেকেই চালিয়ে খেলেতে থাকেন দুই ওপেনার রোহয় শর্মা আর শুভমন। এদিন শাহিন আফ্রিদির ভীতিকে কার্যত তোয়াক্কা না করে প্রথম ওভারেই বল সীমানার বাইরে পাঠিয়ে দুরন্ত শুরু করেন রোহিত। এরপর গিলের অনবদ্য কাট আর কভার ড্রাইভের দৌলতে সুবিধাই করতে পারেননি আফ্রিদি। রোহিত শর্মা আর গিল প্রথম উইকেটে যোগ করেন ১২১ রান। চালিয়ে খেলতে গিয়ে পরপর দুজনে আউট হয়ে যাওয়ার পর হাল ধরে শেষ পর্যন্ত ক্রিজে রয়েছেন কোহলি আর রাহুল।
আজ রিজার্ভ ডে’তে দুপুর ৩টেতেই ফের মুখোমুখি হচ্ছে দুই দেশ। ফলাফলের আশায় রিজার্ভ ডে রাখা হলেও আদতে ম্যাচ সম্পূর্ন খেলা যাবে কিনা তা নিয়ে সন্ধিহান আয়োজকেরা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, গতকালের মতো আজকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে স্টেডিয়ামে। ৯৪%-৯৫% সম্ভাবনা রয়েছে আজও বৃষ্টি হওয়ার। উল্লেখ্য, গত সপ্তাহে গ্রুপ ম্যাচে প্রথম ইনিংস খেলা হলেও গতকাল তাও সম্ভব হল না। আজকেও যদি বৃষ্টি শেষ পর্যন্ত ম্যাচ ভেস্তে দেয় সেক্ষেত্রে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে, এবং উভয় দল পাবে ১ পয়েন্ট করে।