নিউজ ডেস্ক: মরক্কোর বিভীষিকাময়
ভূমিকম্পের স্মৃতি এখনও তরতাজা গোটা বিশ্বের মনে। আর এরই মধ্যে কেঁপে উঠল
বঙ্গোপসাগর। সোমবার ভোররাতে এই ভূমিকম্পটি হয়েছে বলে জানা গিয়েছে। এর একদিন আগে
শনিবার বিকেলে ভূমিকম্পে কেঁপে উঠেছিল বাংলার পড়শি রাজ্য অসম। বাংলাদেশেও সেই
কম্পন অনুভূত হয়েছিল।
ন্যাশন্যাল সেন্টার ফর সিসমোলজির
তরফে জানানো হয়েছে, ভারতীয় সময় ১০ সেপ্টেম্বর ভোররাত ১টা ২৯ মিনিটে ভূমিকম্পটি হয় বঙ্গোপসাগরে।
ভূপৃষ্ঠ থেকে ৭০ কিমি গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি বলে জানা গিয়েছে। ভূমিকম্পের
তীব্রতা রিখটার স্কেলে ৪.৪ ছিল। তবে উপকূল থেকে বেশ অনেকটা দূরেই এই ভূমিকম্পটি
হয়। যার জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ৯.৭৫
ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং ৮৪.১২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এই জায়গাটি তামিলনাড়ু
উপকূল থেকে পূর্ব দিলে অবস্থিত। এদিকে শ্রীলঙ্কার উপকূলের উত্তরপূর্ব দিকে
অবস্থিত। তবে এই ভূমিকম্পের জেরে সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি। শ্রীলঙ্কা
এবং ভারতের দক্ষিণপূর্ব উপকূলে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানীর খবরও মেলেনি।
এর একদিন আগে শনিবার বিকেল ৩টে ৪৮
মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছিল উত্তরপূর্বের অসমে। রিখটার স্কেলে ভূমিকম্পের
মাত্রা ছিল ৪.৯। এর জেরে সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছিল অসমের কাছার জেলায়। তবে
বাংলাদেশ ও মায়ানমারেও এই ভূমিকম্প অনুভূত হয়েছিল বলে জানা গিয়েছে। যদিও এই
ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা সামনে আসেনি।