নিউজ ডেস্ক: জওয়ান জাদুতে মুগ্ধ আট থেকে আশি। তিনদিনেই বলিউডে রেকর্ড বানিয়ে ফেলেছে শাহরুখের ছবি। ছবির পাশাপাশি নজর কেড়েছে ছবির গানগুলিও। ভোর পাঁচটার শো থেকে রাত বারোটার শো-তে গান বাজলে হলেই নাচানাচি শুরু করে দিচ্ছেন অনেক অনুরাগীরাই। এই ছবির চারটি গানের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ‘চালেয়া’ ও ‘জিন্দা বান্দা’। প্রেয়সীকে মনের কথা জানানোর জন্য সেরা বিবেচনা করা যায় গানের লিরিক্সটিকে। তাই এই গানের সুরে মজেছে সকলেই। কিন্তু কেমন হতো এই গানটা যদি বাংলায় হতো? সেটারই এক ঝলক শেয়ার করলেন খোদ শিল্পা রাও।
বাংলা রিয়েলিটি শো সারেগামাপা খ্যাত গায়ক রাহুল দত্ত। নিজের সোশ্যাল মিডিয়াতে রাহুলকে গিটার বাজিয়ে ‘চালেয়া’র বাংলা ভার্সন গাইতে দেখা যায়। ‘তোকে শুধু মন দিয়েছি, তোর হয়েছি, তোর বারণে তোর হয়েছি ও… তোরই প্রেমে রোজ পড়েছি, রোজ হেরেছি, খুব খুঁজেছি তোর আড়ালে ও… আমাকে বল না একবার শুধু বল না বাসব ভালো তোকে যে অকারণে….’। বাংলা ভাষায় চালেয়া গানটির লিরিক্স যে বেশ মন ছুঁয়ে যাওয়া সেটা আর বলার অপেক্ষা রাখে না।
অরিজিৎ সিং ও শিল্পা রাওয়ের কণ্ঠে জওয়ান ছবির চালেয়া গানটি লিখেছেন কুমার এবং কম্পোজ করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। কম বয়সেই মিউজিক কম্পোজার হিসেবে নাম করে ফেলেছেন অনিরুদ্ধ। গানটির কোরিওগ্রাফি করেছেন বলিউডের স্বনামধন্য ডান্স কোরিয়োগ্রাফার ফারাহ খান। গানটির হুকআপ স্টেপে মজেছেন অনেকেই। সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলেই তা স্পষ্ট। এখন গানটির বাংলা ভার্সনটিও ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে। সোশ্যাল মিডিয়ায় সেটা নজরে এলে গায়িকা শিল্পা রাও নিজে সেটা শেয়ার করেন এবং গায়ক রাহুলেরও প্রশংসা করেন। যদিও রাহুলও গায়িকাকে পরে ধন্যবাদ জানান তাঁর গানটি শেয়ার করার জন্য।