নিউজ ডেস্ক: মোদী সরকারকে বিশেষ পছন্দ নয় তাঁর, এমনটাই এতদিন জেনে এসেছিল গোটা দেশ। কিন্তু সকলকে অবাক করে দিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেন সেই কিং খান! একটা সময় অসহিষ্ণুতা প্রসঙ্গে কেন্দ্রের সমালোচনা করে বিরাগভাজন হয়েছিলেন বিজেপি সমর্থকদের মধ্যে। কিন্তু জি-২০ সম্মেলনের সাফল্যের পর যেভাবে এক্স হ্যান্ডেলে ভূয়সী প্রশংসা করতে দেখা গেল তাঁকে নরেন্দ্র মোদীর, তা দেখে ভিরমি খেয়ে যাবেন তাঁর অতি কট্টর বিরোধীরাও। সেই সঙ্গে অবশ্যই মোদী-বিরোধীরাও।
নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট করা জি-২০ সম্মেলনের একটি ভিডিও রিপোস্ট করেছেন শাহরুখ। সেই সঙ্গে পোস্টে লিখেছেন,’মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন। ভারতের জি- ২০ সভাপতিত্বের সাফল্য এবং বিশ্বের সাধারণ মানুষের কথা ভেবে একটি সুন্দর ভবিষ্যতের আশায় দেশগুলির মধ্যে ঐক্য গড়ে তোলার জন্য। এটি প্রত্যেক ভারতীয়ের হৃদয়ে সম্মান ও গর্বের অনুভূতি নিয়ে এসেছে। স্যার, আপনার নেতৃত্বে আমরা বিচ্ছিন্নভাবে নয়, একসঙ্গে উন্নতি করব। এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ…’।
প্রসঙ্গত, সদ্য মুক্তি পেয়েই একের পর এক রেকর্ড করে চলেছে শাহরুখ অভিনীত ছবি জওয়ান। ছবি মুক্তির আগে তিরুপতি মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছিল তাঁকে। এরপর বক্স অফিসে প্রথম দিন থেকেই ঝড় তুলেছে ছবিটি। আর জি-২০ সম্মেলনের শেষে যেখানে একাধিক প্রসঙ্গ নিয়ে সমালোচনা করতে দেখা যাচ্ছে তথাকথিত মোদী-বিরোধীদের, সেখানে দাঁড়িয়ে শাহরুখের এই উলটো সুর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার, এই প্রথমবার প্রধানমন্ত্রীর এমন ভূয়সী প্রশংসা করতে দেখা গেল কিং খানকে। প্রশ্ন উঠছে, তাহলে কি এবার নরেন্দ্র মোদীর সরাসরি প্রশংসা করে মোদী-বিরোধীদের বুকের ব্যথা বাড়িয়ে তুললেন পাঠান?