নিউজ ডেস্ক: ভারতের সঙ্গীত দুনিয়ার জাদুকর এ আর রহমান। তাঁর কণ্ঠের জাদুতে মুগ্ধ বিশ্ববাসী। তাঁর গান মানেই সুপারহিট আর একরাশ মুগ্ধতা। গানের জন্যই পেয়েছেন অস্কারও। অনেকেরই পছন্দের শিল্পী তিনি। তাই সামনে থেকে তাঁর গান শুনতে ছুটে গিয়েছিলেন অনেকেই। তবে গান শুনে মুগ্ধতার বদলে যদি ঘিরে ধরে একরাশ বিরক্তি তবে কেমন লাগবে? সম্প্রতি তেমনই ঘটনা ঘটেছে চেন্নাইয়ে এ আর রহমানের কনসার্টে। সঙ্গীত শিল্পীর কনসার্টে পৌঁছে চরম বিশৃঙ্খলার মুখোমুখি হয় অনুরাগীরা। সোশ্যাল মিডিয়াতে তাঁদের সেই ক্ষোভও উগরে দেন তাঁরা।
রবিবার, ১০ সেপ্টেম্বর এ আর রহমানের কনসার্টের আয়োজন করা হয়েছিল চেন্নাইয়ের আউটস্কার্ট অঞ্চল মারাক্কুম নেঞ্জামে। সেখানেই কনসার্টে অংশ নিতে হাজির হন হাজারের বেশি ভক্ত। তবে দেখা গিয়েছে যে এই অনুষ্ঠান একেবারে সঠিক ভাবে ম্যানেজ করা হয়নি। অনুষ্ঠানের সময় হতেই অনুষ্ঠানের ভেন্যুর সামনে ভিড় বাড়তে থাকে ভক্তদের। তবে দেখা যায় যে ভিড় সামাল দিতে অপারগ সেখানকার কর্মীরা। ঠেলাঠেলি-ধাক্কাধাক্কিতে পড়ে নাজেহাল হন দর্শকরা। এমনকি পদপৃষ্ট ও আহত হওয়ার ঘটনাও ঘটেছে সেখানে। রবিবারের ওই কনসার্টের ভিডিয়ো এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে ভিড়ের চাপে বেহাল দশা জায়গাটিতে।
অনেকেই অভিযোগ করেছেন যে, টিকিট থাকা সত্বেও ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি তাঁদের। ওইদিন চরম বিশৃঙ্খলা এবং মিসম্যানেজমেন্টের মধ্যে পড়ে ক্ষোভে ফেটে পড়েন অনেকেই। ২০০০ টাকার টিকিট কেটেও অনুষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি, এমনটাই অভিযোগ করেন অনেকেই। ধাক্কাধাক্কির ভিডিয়ো পোস্ট করে এক ব্যক্তি লেখেন, ‘ভীষণ খারাপ ভাবে অর্গানাইজ করা হয়েছিল কনসার্টটি। পুরো টাকাটাই জলে গেল। এনার্জি নষ্ট হল। এখানে গিয়ে রীতিমত স্ট্রেসড মনে হচ্ছিল, চারদিকে এত ধাক্কাধাক্কি চলছিল, মানে চরম বিরক্তিকর। ঠিক ভাবে কোনও গান শুনতেই পাইনি।’