নিউজ ডেস্ক: মহারাষ্ট্রের নির্মীয়মাণ
বহুতলে ভয়াবহ দুর্ঘটনা। তার ছিঁড়ে আছড়ে ভেঙে পড়ে থানের একটি বহুতলের লিফট। ঘটনায়
মৃত্যু হয় ৭ শ্রমিকের। জানা গিয়েছে যে, ৪০ তলা থেকে লিফট ভেঙে পড়েছে বেসমেন্টের তৃতীয় তলায়। সঙ্গে সঙ্গেই পাঁচ জনের
মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসা চলাকালীন মারা যান আরও দুই শ্রমিক।
রবিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে
জানা গিয়েছে। তবে মাত্র কয়েকদিন আগেই তৈরি হয়েছিল এই বহুতলটি। ছাদে কিছু কাজ বাকি ছিল
আর সেই কাজ রবিবারই শেষ করেন শ্রমিকরা। আর তখনই ঘটে বিপত্তি। তার ছিঁড়ে ৪০ তলা থেকে
নিচে পড়ে যায় লিফট। লিফটের ভিতরে ছিলেন ৭ জন শ্রমিক। তারা সেখানে বন্ধ থাকা অবস্থাতেই
মারা যান।
বেসমেন্টের তৃতীয় তলায় লিফটটি ভেঙে
পড়ে। বোমা ফাটার মতো তীব্র শব্দ পেয়েই পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়েই
ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ভেঙে পড়া লিফট থেকে দুই শ্রমিককে হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের
মৃত্যুর খবর মেলে। বিপর্যয় মোকাবিলার প্রধান জানিয়েছেন, এই লিফটটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য নয়। শ্রমিকদের
জন্যই ব্যবহার করা হয় এই লিফট। একটি সংযোগকারী তার ছিঁড়েই বিপত্তি ঘটেছে বলে
প্রাথমিকভাবে অনুমান।