নিউজ ডেস্ক: ব্রিটেনের মাটিতে কোনওরকম বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ বরদাস্ত নয়। জি২০-এর(G20 Summit) আবহে স্পষ্ট বার্তা দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক(Rishi Sunak)।
আন্তর্জাতিক মহাসম্মেলনে যোগদানের জন্য শুক্রবার দিল্লিতে পা রাখেন ঋষি সুনক। দু’দেশের মধ্যে অর্থনীতি, বাণিজ্য সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ঋষি সুনকের মধ্যে। আলোচনা হয় ভারত বিরোধী বিচ্ছিন্নতাবাদী সংগঠন প্রসঙ্গেও। এই প্রসঙ্গে ঋষির স্পষ্ট বার্তা, “বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে ভারত সরকারের সঙ্গে কাজ করছে ব্রিটেন। এধরণের কার্যকলাপকে ব্রিটেন সরকার কোনওভাবে সমর্থন করবে না।”
সেইসঙ্গে তাঁর সংযোজন, “ইতিমধ্যেই এই বিষয়ে দু’দেশের প্রতিরক্ষা মন্ত্রকের আলোচনা হয়েছে। সন্ত্রাসবাদকে গোঁড়া থেকে নির্মূল করার জন্য দু’দেশের মধ্যে তথ্যের আদানপ্রদান করা হচ্ছে।”
গত মার্চে লন্ডনের ভারতীয় দূতাবাসে কার্যত তাণ্ডব চালায় বিচ্চিন্নতাবাদী সংগঠন। দফতরের সামনে টাঙানো ভারতীয় পতাকা খুলে ফেলে নিজেদের পতাকা উত্তোলন করে তারা। বিষয়টি নিয়ে দু’দেশের মধ্যে শুরু হয় চাপানউতোর। এই নিয়ে ব্রিটিশ প্রশাসনের তীব্র সমালোচনা করে ভারত। অবশেষে পরস্থিতি সামাল দিতে অগাস্টে তিনদিনের সফরে আসেন ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী টম টুজেনডোট। বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠকে বিচ্চিন্নতাবাদী কার্যকলাপ নিয়ন্ত্রণে তহবিল তৈরি করে ব্রিটেন। এবার বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন ঋষি সুনক।