নিউজ ডেস্ক: একের পর এক রেকর্ড ভেঙে নজির গড়ছেন বাদশা। চার বছর বিরতির পর বড় পর্দায় এসেই বলিউডের সর্বকালীন বেশি আয় করেছিলেন ‘পাঠান’-এর মাধ্যমে। বিশ্বজুড়ে বক্স অফিসে প্রায় ১১০০ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি। যশ রাজ ফিল্মস প্রযোজিত এই ছবি নিয়ে ‘কামব্যাক’ করেছিলেন তিনি। আর এবার বক্সঅফিসে ঝড় তুলছে একা ‘জওয়ান’ই। প্রথম দিনেই টেক্কা দিয়েছিল ‘পাঠান’কে। ‘পাঠান’-এর প্রথম দিনের আয়কে ছপিয়ে গিয়েছে ‘জওয়ান’। কিন্তু রবিবার এখনও অবধি সব রেকর্ডকেই ভেঙে ফেলেছে শাহরুখের ‘জওয়ান’।
শুধুমাত্র রবিবারেই ‘জওয়ান’ আয় করেছে ৮১ কোটি টাকা। রিপোর্ট অনুযায়ী হিন্দি ভাষা থেকেই আয় হয়েছে ৭২ কোটি টাকা। ‘ওপেনিং ডে’-এর থেকেও এর আয় বেশি। প্রথম দিনে ৭৫কোটি টাকা আয় করেছিল এই ছবি যা এখনো অবধি হিন্দি ছবির ক্ষেত্রে সবচেয়ে বেশি। গত বৃহস্পতিবার মুক্তি পায় এই ছবি। সপ্তাহান্তে এই ছবির আয় কত হবে সকলের নজর ছিল তার দিকেই। মুক্তি পাওয়ার পর প্রথম রবিবার এখনো অবধি সব নজির ভেঙে দিল ‘জওয়ান’। একদিনের হিসেবে সর্বোচ্চ আয় করেছে এই ছবি।
৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’। মাত্র তিন দিনেই ২০০ কোটির ক্লাবে নিজের জায়গা করে ফেলেছে অ্যাটলি ও শাহরুখের এই ছবি। তিন দিনের মাথায় শুধু মাত্র দেশ থেকেই ২০২ কোটি টাকা ‘জওয়ান’-এর ঝুলিতে এসেছে , যা পাঠান-এর থেকে প্রায় ৪০ কোটি টাকা বেশি। মুক্তির পর চার দিনের মাথাতেই ২৮৭.০৬ কোটি টাকা আয় করেছে ‘জওয়ান’। শুধু দেশের বক্স অফিস থেকেই এই বিপুল টাকা আয় করেছে ছবিটি। এর সঙ্গে রয়েছে সারা বিশ্বের আয়।