নিউজ ডেস্ক: ইতিমধ্যেই ‘ভারতের জামাই‘ ঋষির একাধিক মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কখনও অক্ষরধাম
মন্দিরে বৃষ্টির মধ্য়ে স্ত্রীয়ের মাথায় ‘কেয়ারিং
স্বামী‘-র ভূমিকায় ছাতা ধরতে দেখা গিয়েছে তাঁকে। কখনও আবার স্বামীর
প্রতি যত্নশীল অক্ষতা ঠিক করে দিচ্ছেন টাই। কোনও মুহূর্তেই ছবিই লেন্সবন্দি করতে
ভোলেননি সাংবাদিকরা। রাজনীতির বাইরে সেইসব ছবি নজর কেড়েছে নেটিজেনদের। আর এরই মধ্যে সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে ঋষির আর একটি ছবি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী
ঋষি সুনকের একটি ছবি মন ছুঁয়ে গিয়েছে সবার। দুইজনের কথোপকথনের ছবিটি ঘিরে জোর
চর্চা।
ভাইরাল ছবিটিতে দেখা গিয়েছে কাঠের
চেয়ারে বসে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর পাশেই খালি পায়ে, হাঁটু গেড়ে বসে আছেন ঋষি সুনক। গল্পে মশগুল দুই
রাষ্ট্রপ্রধানই। হাসিনার দাঁড়িয়ে কথা বলতে যাতে অসুবিধা না হয় সেই কথা বিবেচনা
করেই ঋষি মাটিতে হাঁটু গেড়ে বসে পড়েছেন। তবে তাঁরা অবশ্য কী নিয়ে কথা বলেছেন তা
জানা যায়নি। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর এহেন সৌজন্যমূলক ব্যবহার মন জয় করেছে
বাংলাদেশি মানুষের। সুনক-হাসিনার এই আলাপচারিতার ছবি পোস্ট করে নেটিজেনদের অনেকেরই
মন্তব্য,
‘ঋষি সুনকের কোনও অহং বোধ নেই। বড় মাপের মানুষরা বোধহয়
এমনই হন।‘ঋষির প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। অনেকে এই মুহূর্তটি ‘মিষ্টি‘ বলে আখ্যা দিয়েছেন।
জি-২০ সম্মেলনে যোগ দিতে এসে নিজেকে ‘গর্বিত হিন্দু‘ বলেও পরিচয় দিয়েছেন ঋষি। জি-২০ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে স্ত্রী অক্ষতা
মূর্তিকে নিয়ে দিল্লির অক্ষরধাম মন্দির ঘুরে আসেন। খালি পায়েই মন্দির পরিদর্শন
করেন তিনি। গুরুত্বপূর্ণ বৈঠকেরও মাঝেও ভারতবাসীর মন কিনে ফেলেছেন ব্রিটিশ
প্রধানমন্ত্রী ঋষি সুনক।