নিউজ ডেস্ক: দু’দেশের মধ্যে সীমান্ত সমস্যা অব্যাহত। ব্রিকস-এর মঞ্চে শান্তির পক্ষে সওয়াল করেও চিরাচরিত স্বভাবে তা বাস্তবায়িত করা থেকে পিছু হটেছে চিন। এবার চিনের পাল্টা হিসাবে নয়া কৌশল নিল নয়াদিল্লি। লাদাখে বিশ্বের উচ্চতম সামরিক বিমানঘাঁটি গড়ার সিদ্ধান্ত নিল ভারত।
লাদাখের নিওমা প্রদেশে এই বিমানঘাঁটিটি তৈরি করবে প্রতিরক্ষামন্ত্রকের অধীনস্থ বর্ডার রোড অর্গানাইজেশন(BRO)। এই নির্মাণ প্রকল্পে খরচ হবে প্রায় ২১৮ কোটি টাকা। আগামী ১২ সেপ্টেম্বর জম্মুর দেভক ব্রিজ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিমানঘাঁটির শিলান্যাস করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেইসঙ্গে প্রতিরক্ষা বিষয়ক আরও ৯০টি প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। এর মধ্যে বাগডোগরা ও বারাকপুর বিমানঘাঁটির আধুনিকীকরণও রয়েছে।
এই প্রসঙ্গে বিআরও প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাজীব চৌধুরী বলেন, “চিনের আগ্রাসন ঠেকাতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা(LAC) বরাবর ৩৪৮৮ কিলোমিটার পরিকাঠামো নির্মাণকাজ শুরু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার। এর ফলে লালফৌজকে যোগ্য জবাব দিতে ভারতের আরও বেশি সুবিধা হবে।” তিনি আরও জানান, ইতিমধ্যেই মোট ১১ হাজার কোটি টাকার ২৯৫টি প্রকল্পের কাজ শেষও হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, এলএসি থেকে প্রায় ৪৬ কিমি দূরে অবস্থিত এই নিওমা প্রদেশ। উচ্চতা প্রায় ১৩ হাজার ৪০০ মিটার। মূলত এই এলাকা দিয়েই লাদাখের বিভিন্ন জায়গায় মোতায়েন ভারতীয় সেনাদের রসদ ও অস্ত্র সরবরাহ করা হয়। ফলে এই এলাকায় সামরিক বিমানঘাঁটি নির্মাণের কাজ শেষ হলে অতিরিক্ত সাহায্য পাবে ভারতীয় বায়ুসেনা। আগের থেকে অনেক বেশি উন্নত হবে লাদাখ সীমান্ত।