নিউজ ডেস্ক: জমি
জটে এ রাজ্যে আটকে রেলের বহু টি প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে সাহায্যের আবেদন জানালেন রেলমন্ত্রী
অশ্বিণী বৈষ্ণব। রাজ্যকে পাঠানো চিঠিতে রেলমন্ত্রী লেখেন জমি জটের কারণে রেলের
বহু প্রকল্প আটকে রয়েছে। যার ফলে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা যাচ্ছে
না। মুখ্যমন্ত্রী যেন দ্রুত তার আধিকারিকদের নির্দেশ দেন যাতে এই পরিস্তগিতি
এই সমাধান করে কাজের অনুকূল পরিস্থিতি গড়ে তুলতে সাহায্য করেন,
সেই আবেদন জানানো হয়েছে চিঠিতে।
রেল সূত্রে খবর, রেলের মোট ৬১ টি প্রকল্প (Rail
Projects) বাংলায় নির্মীয়মাণ। তার মধ্যে উল্লেখযোগ্য
তারকেশ্বর-ধনেখালি, আরামবাগ-চাঁপাডাঙা, তারকেশ্বর-মগরা, কাটোয়া-মন্তেশ্বর, ডানকুনি-ফুরফুরা শরিফ, আমতা-বাগনান, কাঁথি-এগরা, বাঁকুড়া-মুকুটমণিপুর রেললাইন। অভিযোগ রাজ্যের অসহযোগিতায় আটকে
বেশিরভাগ রেল প্রকল্প। মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে রেলমন্ত্রী
লিখেছেন, পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো উন্নয়নে ৫০,৯১৫ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের কাজ চলছে। চলতি আর্থিক বছর তথা ২০২৩-২৪
আর্থিক বছরে পশ্চিমবঙ্গের জন্য বাজেটে ১১৯৭০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা এখনও পর্যন্ত সর্বাধিক। বাস্তবে দেখা যাচ্ছে, অনুমোদিত রেল প্রকল্পের মধ্যে বহু কাজ আটকে রয়েছে শুধুমাত্র জমি জটের
কারণে। অর্থাৎ জমি অধিগ্রহণ না হওয়ার কারণে সেই কাজ হচ্ছে না। রেলমন্ত্রক তার জন্য
তদ্বির করছে। এ ব্যাপারে রাজ্য সরকার সহযোগিতা না করলে কাজ পুরোপুরি আটকে যাবে বলে
চিঠিতে উল্লেখ করেছেন রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণব। উল্লেখ্য, যে
প্রকল্পগুলির কথা রেলমন্ত্রী উল্লেখ করেছেন, তার অধিকাংশই
মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ঘোষিত প্রকল্প। তাহলে সেসবের কাজ শেষ
হয়নি কেন? এই প্রশ্নও উঠেছে।
এদিকে রেলের জমি জটের সমস্যা রয়েছে বলে
স্বীকার করলেন পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, “ বহু জায়গায়
মামলা আছে জবর দখল আছে। মুখ্য সচিব বিষয়টি দেখছেন। সরকার উন্নয়নের কাজে সুযোগিতা করবে”।
তবে মন্ত্রী মুখে যাই বলুন না কেন দ্বিতীয় ইউ পি এ সরকারের আমলে তৃণমূলের হাত থেকে
রেল মন্ত্রক বেরিয়ে যাওয়ার পর থেকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের (রেল মন্ত্রী থাকাকালীন)
সময়কালীন প্রকল্পেও আগ্রহ নেই।