নিউজ ডেস্ক: আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। আর সেই উপলক্ষে এবছর ‘আয়ুষ্মান ভব’ প্রচারাভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। দেশের প্রতিটি প্রান্তে কেন্দ্রের স্বাস্থ্য প্রকল্পগুলির বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই বিশেষ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আগামী ১৩ সেপ্টেম্বর এই প্রচারাভিযানের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার একথা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পগুলির সহজলভ্যতা এবং সচেতনতা বাড়াতে বেশ কিছু অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি পালন করা হবে। আগামী ২ অক্টোবর পর্যন্ত চলবে বিশেষ এই কর্মসূচি। তাঁর কথায়, “আয়ুষ্মান ভব প্রচারাভিযানের অধীনে ১ লক্ষ ১৭ হাজারেরও বেশি স্বাস্থ্যকেন্দ্রে আয়ুষ্মান মেলার আয়োজন করবে কেন্দ্র। সমস্ত দরিদ্র-মধ্যবিত্তের চিকিৎসার জন্য এই মেলার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। পাশাপাশি, পরিচ্ছন্নতা অভিযানও চালানো হবে।”
সেইসঙ্গে মনসুখ মাণ্ডব্য আরও জানান, ‘আয়ুষ্মান ভারত’ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সুরক্ষা যোজনা। প্রতিটি পরিবার ৫ লক্ষ টাকার স্বাস্থ্য প্যাকেজ পেয়ে থাকে এই প্রকল্পের আওতায়। এবার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আরও ৬০ হাজার আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
প্রসঙ্গত, প্রতিবছর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে একাধিক জনসেবামূলক কাজ করে থাকে কেন্দ্র। গতবছর টিবি রোগ নিয়ে সচেতনতামূলক প্রচার চালানো হয়েছিল কেন্দ্রের তরফে। সেইসঙ্গে, ২০২৫ সালের মধ্যে যক্ষ্মা মুক্ত ভারতের সঙ্কল্প নেওয়া হয় সরকারের তরফে। এছাড়া, ২০২১ সালে করোনার ভ্যাকসিনেশনের উপর জোর দেওয়া হয়েছিল সরকারের তরফে। আর সেইমতো প্রধানমন্ত্রীর জন্মদিনে রেকর্ড সংখ্যক ভ্যাকসিনেশনও হয়েছিল দেশজুড়ে।