নিউজ ডেস্ক: ‘পুষ্পা,ম্যাঁয় ঝুকেগা নেহি শালা!’ তাঁর ডায়লগ এখনো মুখে মুখে ফেরে ভক্তদের। এক ডাকে ‘পুষ্পা’ বললেই সকলেই চেনেন অভিনেতা আল্লু আর্জুনকে। তাঁর স্টাইল এবং ডায়লগ এখনো ট্রেন্ডে রয়েছে। অতিমারির পরেই সিনেমা হলে ফেরেন তিনি এবং হল মুখী করতে বাধ্য করেন সাধারণ মানুষকেও। দক্ষিণী সিনেমা হলেও ভাষায় বাঁধেনি সিনেমার জাদু। বিন্ধ্য পর্বত পেরিয়ে গোটা দেশ ভেসেছিল ছিল ‘পুষ্পা ম্যাজিকে’। পুষ্পার দারুন সাফল্যের পরে ‘পুষ্পা ২’ কবে আসবে তা নিয়ে কৌতুহল ছিল দর্শকদের মনে। চলতি বছর পুষ্পা ছবির জন্য সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পান তিনি। এবার নিজেই জানালেন কবে আসতে চলেছে ‘পুষ্পা টু’।
আগামী বছর স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ ১৫ আগস্ট ২০২৪ মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা দ্যা রুল’। ঐদিনই মুক্তি পেতে চলে আসে অজয় দেবগনের ছবি। বলিউডের সিংঘমের সঙ্গে মুখোমুখি হবেন পুষ্পারাজ। এই দুই সুপারস্টারের বক্স অফিস টক্কর কেমন হয় তা স্বাধীনতা দিবসের দিনেই জানা যাবে। পরিচালক রোহিত শেট্টি আগেই জানিয়েছিলেন যে স্বাধীনতা দিবসের দিন মুক্তি পেতে চলেছে ‘সিংহম এগেইন’। সোমবার পুষ্পার প্রযোজনা সংস্থার তরফে ছবির নতুন পোস্টার প্রকাশ্যে আনা হয়। তার ক্যাপশনেই লেখেন যে, ‘বক্স অফিস দখল করতে পুষ্পা ফিরছে ২০২৪ এর ১৫ই আগস্ট।’
সেই পোস্টারে নজরে আসে পুষ্পার রক্তমাখা হাত। কড়ে আঙুলে লাল টকটকে নেলপলিশ, তর্জনী,অনামিকা ও কনিষ্ঠায় সুবিশাল আংটি, হাতে জুড়ে সোনার ব্রেসলেট। আল্লু অর্জুনের ৪১তম জন্মদিনেই এই লুক সামনে এসেছিল। সেই লুকেরই ক্লোজ-আপ ঝলক এটি। পুষ্পা ছবির মাধ্যমে প্যান ইন্ডিয়া সুপারস্টার হয়ে ওঠেন আল্লু আর্জুন। ছবিটির পরিচালনা করছেন সুকুমার। পুষ্পার মতই দ্বিতীয় ছবিতেও আল্লুর পাশাপাশি শ্রীবল্লী চরিত্রে থাকছেন রশ্মিকা মান্দানা এছাড়াও দেখা যাবে ফাহাদ ফসিলকেও। পুষ্পার গানের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন দেবী শ্রী প্রসাদ। এই ছবিতেও গানের দায়িত্ব তিনি সামলাচ্ছেন।