নিউজ ডেস্ক: রাজ্য মন্ত্রিসভায় রদবদল হল। সাংবাদিক সম্মেলন করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়। এক নজরে দেখে নেওয়া যাক কে কোন দায়িত্ব
পেলেন।
১. পর্যটন দপ্তর থেকে বাবুল সুপ্রিয়কে
সরিয়ে দ্বায়িত্ব দেওয়া হল ইন্দ্রনীল সেন কে।
২. তথ্যপ্রযুক্তির সঙ্গে বাবুল সুপ্রিয়র হাতে
এল অচিরাচরিত শক্তি দপ্তর।
৩. পঞ্চায়েতের সঙ্গে সমবায়ের দায়িত্ব পেলেন প্রদীপ মজুমদার।৩. পঞ্চায়েতের সঙ্গে সমবায়ের দায়িত্ব পেলেন প্রদীপ মজুমদার।
৪. অরূপ রায় কে সরিয়ে দেওয়া হল সমবায় থেকে, দায়িত্ব পেলেন খাদ্য প্রক্রিয়াকরণ।
৫.বনদপ্তরের সঙ্গে শিল্প পুনর্গঠন দপ্তরের
দায়িত্ব পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক।
৬. গুলাম রব্বানী হলেন পরিবেশ দপ্তরের মন্ত্রী।
মাস খানেক আগে ইন্দ্রনীল সেনকে
পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারম্যান করেছিলেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্ন সফরের আগেই রাজ্য মন্ত্রীসভায়
রদবদল হতে পারে বলে জল্পনা ছড়িয়েছিল। শেষমেষ তেমনটাই সত্যি হল।