নিউজ ডেস্ক: তাঁর ডাকে আরও একবার একত্রিত হয়েছিল সকলে। তবে এইবার উপলক্ষ থ্যানোসকে হারানো নয় বরং চার হাত এক করা। হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা ক্রিস ইভান্স ওরফে ক্যাপ্টেন আমেরিকা। বড় পর্দায় তাঁর উপস্থিতিতেই গোটা হল ফেটে পড়ে হাততালিতে। সারা বিশ্ব জুড়েই রয়েছে তাঁর অনুরাগী। তবে মহিলা অনুরাগীরা একটু বেশি চোখে হারান তাঁকে। সুঠাম পেশি বহুল চেহারা, হাসিখুশি স্বভাব এবং মিষ্টি হাসির জোরেই মন জয় করে নেন সকলে। এইবার অনুরাগীদের চমকে দিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন ইভান্স। বিয়ে করলেন নিজের থেকে ১৬ বছরের ছোট এক পাত্রীকে। অবশেষে সংসার পাতলেন ক্যাপ্টেন আমেরিকা।
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সিটি অন্যতম গুরুত্বপূর্ণ সুপার হিরো ক্যাপ্টেন আমেরিকা। সেই চরিত্রতে শুরু থেকেই অভিনয় করেছেন তিনি। ক্যাপ্টেন আমেরিকা ফ্রেঞ্চাইজির ছবিগুলোই তো বটেই তাঁকে দেখা গিয়েছিল অ্যাভেঞ্জার্স ফ্রাঞ্চাইজির একাধিক ছবিতে। ছবিতে ক্যাপ্টেন আমেরিকার প্রেমিকা ছিলেন পেগি কার্টার। সেই চরিত্রে অভিনয় করেছিলেন হলিউডের অন্যতম বিখ্যাত অভিনেত্রী হেইলি অ্যাটওয়েল। এভেঞ্জার্স এন্ড গেম ছবির শেষে দেখা যায় বৃদ্ধ হয়ে ফিরেছেন ক্যাপ্টেন আমেরিকা ওরফে স্টিফ রজার্স। থ্যানোসকে হারানোর পরেই অতীতে ফিরে গিয়ে সংসার পেতে ছিলেন তিনি। কিন্তু এইবার ৪২ বছর বয়সে আসলেই নিজের সংসার পাতলেন ক্রিস।
বছর দুয়েক আগে অতিমারির সময় প্রেমে পড়েন তিনি। পর্তুগিজ অভিনেত্রী অ্যালবা ব্যাপ্টিস্টার সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। এক বছরের মাথায় সোশ্যাল মিডিয়াতে তিনি জানান অ্যালবার সঙ্গে নিজের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করছেন তিনি। তারও এক বছর পরে বিয়ের সম্পর্কে আবদ্ধ হন। চলতি বছরই ৪২ বছরে পা দিলেন এই অভিনেতা অপরদিকে অ্যালবার বয়স মাত্র ২৬ বছর। যদিও বয়সের ফারাকে তাঁদের সম্পর্কের সমীকরণ একটুও বদলায়নি। দিন কয়েক আগেই নিজের বস্টন-এর বাড়িতেই বিবাহবন্ধনে আবদ্ধ হন দুই তারকা। যদিও বিয়ের অনুষ্ঠানে বিশেষ হইহুল্লোড় হয়নি। কাছের বন্ধু এবং মার্ভেল ইউনিভার্সের সহকর্মীদের সান্নিদ্ধ্যেই বিয়ে করেন তাঁরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁদের বিয়েতে আমন্ত্রিতদের ছবি। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়রন ম্যান তথা রবার্টটা ডাউনি জুনিয়র, থর তথা ক্রিস হেমসওয়র্থ, হকআই যথা যেরেমী রেনারের মতো মার্ভেল তারকারা।