নিউজ ডেস্ক: বন্ধ হয়ে যেতে পারে টলি পাড়ায় শুটিং। টালিগঞ্জের স্টুডিও পাড়ায় ভেন্ডার্স গিল্ড কর্মবিরতির পথে হাঁটতে পারে বলেই কানাঘুষোয় শোনা গিয়েছিল। গিল্ডের তরফে অভিযোগ উঠেছে ইন্ডাস্ট্রির বেশ কিছু প্রযোজক এবং ফেডারেশন তাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। মূলত ভেন্ডারস গিল্ডের বেশ কিছু সাপ্লায়ায়ের উপরেই নিষেধাজ্ঞা জারি করেছে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস এন্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া। আর তাতেই চটেছে সিনে ভিডিও অ্যান্ড স্টেজ সাপ্লায়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গিল্ড।
সংগঠনের বেশ কিছু সদস্যদের কাছে গিল্ডের তরফে মেসেজ পাঠানো হয়েছে। তাতে লেখা হয়েছে যে ফেডারেশনের কিছু সদস্য তাদের বেশ কিছু সাপ্লাইয়ের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এরকম যদি চলতে থাকে তাহলে ভেন্ডার স্কিল বন্ধের পথে হাঁটতেই বাধ্য হবে। পাশাপাশি ওই মেসেজে আরও জানানো হয়েছিল যে সংগঠনের যে সদস্যদের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রযোজক বা ফেডারেশনের তরফে তাদের কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে। ভেন্ডার্স গিল্ডের তরফে এমন সতর্কবার্তা কর্মবিরতিরই আগাম আশঙ্কা ফুটিয়ে তুলেছে ইন্ডাস্ট্রির ভেতরে। রবিবার এই মর্মে বৈঠকেও বসেন সংগঠনের সদস্যরা।
জানা গিয়েছে যে সাপ্লাইসের উপরে অনৈতিক শর্ত আরোপ করেছে ফেডারেশন। সেই অনৈতিক শর্তগুলি না মানলে পরে সাপ্লায়েরদের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে ফেডারেশন ,এমনটাই অভিযোগ উঠেছে। যদিও সাপ্লায়ারদের তরফে জানানো হয়েছে যে এই মুহূর্তে কর্মবিরপির পথে হাটতে চান না তারা। ফেডারেশন এর তরফে তাঁদের কাছে তাই লিখিতভাবে ক্ষমা চাইতে বলেছে। যদিও এখনো কোনো রকম ক্ষমা চাওয়ার ঘটনা কিংবা চিঠি দেওয়া হয়নি তবে পুজোর আগেই সমস্যা মিটে যাবে বলে আশা করছেন স্টুডিও পাড়ার শিল্পীরা।