নিউজ ডেস্ক: পাঁচ বছর পর বিদেশ সফরে রওনা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে দুবাইয়ের বিমান ধরার আগে তিনি কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই তাঁর স্পেন সফরের উদ্দেশ্য নিয়ে কথা বলেন।
রাজ্যে লগ্নি টানতে মমতা বিশ্ব বাণিজ্য সম্মেলনের আয়োজন করেন। সেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা নানা সময়ে অংশ নিয়েছেন। আবার লগ্নি আনতে বিদেশ সফরও করেছেন। কিন্তু মুখ্যমন্ত্রী কেন এবার স্পেনের মতো ছোট একটা দেশকে বেছে নিলেন? সেখান থেকে বিনিয়োগের সম্ভাবনা কতটা?
এদিন কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তার সফর সম্বন্ধে মুখ্যমন্ত্রী বলেন, “পাঁচ বছর আগে স্পেন বইমেলায় এসেছিল। তাদের আমন্ত্রণে যাচ্ছি। দুবাইতে বিজনেস সামিট আছে। এনআরআই-দের সঙ্গে বৈঠক আছে। সৌরভ গঙ্গোপাধ্যায় মাদ্রিদ যাচ্ছে। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান স্পোটিং-এর একজন করে প্রতিনিধি যাচ্ছে।“
মুখ্যমন্ত্রীর এবারে সফর সঙ্গীর তালিকায় কলকাতার তিন প্রধান ক্লাবের কর্তাদের অন্তর্ভুক্তি বেশ তাৎপর্যপূর্ণ। পাশাপাশি বিসিসিআই-এর প্রাক্তন প্রেসিডেন্ট ও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের অন্তর্ভুক্তিও গুরুত্বপূর্ণ। মহারাজ এখন লন্ডনে রয়েছেন। জানা গিয়েছে সেখান থেকেই তিনি মাদ্রিদে পৌঁছবেন। পর্যবেক্ষকদের ধারনা রাজ্যে ফুটবলের উন্নতিতে সেখানকার ক্লাবগুলির সঙ্গে আলোচনার উদ্যোগ নেবেন মুখ্যমন্ত্রী। মমতার সঙ্গে রয়েছেন এ রাজ্যের একাধিক শিল্পপতি।
তবে এদিন সনাতন ধর্ম নিয়ে ডিএমকে মন্ত্রীর ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে প্রশ্ন এড়িয়ে যান মমতা। মঙ্গলবার সকালে কলকাতা থেকে এমিরেটস এর বিমানে দুবাই পৌঁছবেন তিনি। সেখান থেকে ১৩ সেপ্টেম্বর স্পেনে যাওয়ার কথা তার। মুখ্যমন্ত্রীর এই সফর সম্পর্কে যথেষ্ট আশাবাদী তার সফরসঙ্গী শিল্পপতি সঞ্জয় বুধিয়া