নিউজ ডেস্ক: জি২০ সম্মেলনের(G20 Summit 2023) সুফল! সপ্তাহের প্রথম দিনে ঊর্ধ্বমুখী সেনসেক্স। সোমবারের বাজার খুলতেই ৫২৮.১৭ পয়েন্ট লাভ করে ৬৭,১২৭.০৮ পয়েন্টে শেষ করল সেনসেক্স(Sensex)। অন্যদিকে, এক লাফে ১৭৬.৪০ পয়েন্ট এগিয়ে ২০ হাজারের দোরগোড়ায় নিফটি(Nifty)। দিনের শেষে নিফটি থামলে ১৯৯৯৬.৩৫ পয়েন্টে।
বম্বে স্টক এক্সচেঞ্জে(BSE) লাভের তালিকায় প্রথমেই রয়েছে ইডটিলিটি। লাভের পরিমাণ ২.৪৩ শতাংশ। তারপর রয়েছে টেলিকম, পাওয়ার, অটো। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে(NSE) শীর্ষে রয়েছে সরকারি ব্যাংক, মেটাল ও অটো। নিফটিতে(Nifty) সরকারি ব্যাংকের লাভের পরিমাণ ৩.১৩ শতাংশ।
সংস্থাগুলির তালিকায় সপ্তাহের প্রথম দিন সেনসেক্সে সর্বাধিক লাভ করেছে পাওয়ার গ্রিড, অ্যাক্সিস ব্যাংক, মারুতি সুজুকি, এইচসিএলটেক, স্টেট ব্যাংক। এদের মধ্যে পাওয়ার গ্রিডের লাভের পরিমাণ ২.১৮ শতাংশ। নিফটিতে এই তালিকায় রয়েছে আদানি গ্রুপের একাধিক ব্যবসা। রয়েছে আদানি পোর্ট, আদানি এন্টারপ্রাইজ, পাওয়ার গ্রিড। সঙ্গে রয়েছে অ্যাপোলো হসপিটালসও। শীর্ষে থাকা আদানি পোর্টের লাভের পরিমাণ ৬.১৯ শতাংশ।
তবে নিফটির ক্ষতির তালিকাও খুব ছোট নয়। তালিকায় রয়েছে কোল ইন্ডিয়া, ওএনজিসি, বাজাজ ফিন্যান্স, এলটি। সেনসেক্সে এই ক্ষতির তালিকায় রয়েছে এলটি এবং বাজাজ ফিন্যান্স। ওয়াকিবহাল মহলের দাবি, সদ্য সমাপ্ত শীর্ষ সম্মেলনে ইউরোপ-মধ্যপ্রাচ্য-ভারত বাণিজ্য করিডরে সহমত হওয়ায় শেয়ার বাজারে এই উত্থান।