নিউজ ডেস্ক: ৩৬ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও মেলেনি সমাধান। বিমান বিভ্রাটের কারণে এখনও দিল্লিতে আটকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্র্যুডো। মঙ্গলবার বিকেলে দেশের উদ্দেশে রওনা দিতে পারবেন তিনি বলে অনুমান কানাডার প্রধানমন্ত্রীর দফতরের অনুমান। তবে সূত্রের খবর, তাঁদের ফেরত নিয়ে যাওয়ার জন্য বিকল্প বিমান এবং ত্রুটিযুক্ত প্লেন সারানোর জন্য যন্ত্রাংশ পাঠানো হয়েছে কানাডা থেকে।
রবিবার দুপুরে জি২০ সম্মেলন(G20 Summit) শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পার্শ্ববৈঠক সারেন ট্র্যুডো। বৈঠক শেষে সূচি অনুযায়ী রাত ৮টার সময় ছেলে সহ দিল্লির বিমানবন্দরে পৌঁছে যান তিনি। কিন্তু সেই সময় বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে তাঁর। উড়ান কর্তৃপক্ষের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, সমস্যার সমাধান করে উড়তে দীর্ঘ সময় লাগবে। ফলে সেখান থেকে ফের হোটেলে ফিরে যেতে বাধ্য হন প্রধানমন্ত্রী সহ কানাডার প্রতিনিধি দল।
মঙ্গলবার সকালে বিষয়টি নিয়ে মুখ খুলেছে কানাডার প্রধানমন্ত্রীর দফতর। প্রেস সচিব মহম্মদ হুসেনের কথায়, “ভারত থেকে কানাডার প্রতিনিধি দলকে ফিরিয়ে আনতে যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশের সসস্ত্র বাহিনী। যদিও এখনও সমস্যা পুরোপুরি মেটেনি। তবে সেনার তরফে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেল নাগাদ প্রধানমন্ত্রীর বিমান কানাডার উদ্দেশে রওনা দেবে।”
বলাই বাহুল্য, বিমান বিভ্রাটের এই বিষয়টি ট্র্যুডোর ভারত সফরে আরও দুর্দশা বাড়িয়ে তুলেছে। কূটনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে ওঠে ২০১৮ সালে তাঁর প্রথম ভারত সফর। কানাডায় এক ভারতীয় রাজনীতিককে হত্যার অপরাধে দোষী সাব্যস্ত হওয়া এক ব্যক্তি সেইসময় তাঁর সফরের তালিকায় অতিথি হিসাবে স্থান পায়। বিষয়টি নিয়ে দু’দেশের মধ্যে বেশ চাপানউতোর চলে। এদিকে, এবার তাঁর সফরের মধ্যে কানাডার মাটিতে ভারত বিরোধি বিচ্ছিন্নতাবাদী সংগঠন নিয়ে প্রকাশ্যে কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী মোদী।