নিউজ ডেস্ক: দোরগোড়ায় এসে গিয়েছে পুজো। বাকি আর মাত্র দেড় মাস। কিন্তু ইতোমধ্যেই বর্ষার জলে ভিজে চুলের অবস্থা শোচনীয় অনেকেরই। চুল পড়ার পরিমাণ বেড়ে গিয়েছে। আর তাই পুজোর আগে পার্লারে গেলেই টান পড়ছে পকেটে। সেই সঙ্গে চুলে ব্যবহার করা বিষাক্ত রাসায়নিক দ্রব্য ও রাসায়নিক যুক্ত শ্যাম্পু ব্যবহার করে শেষ পর্যন্ত আরো বেশি ক্ষতি হচ্ছে চুলের। তাই পুজোর আগেই একমাস প্রাকৃতিক উপায়ে তৈরি শ্যাম্পু ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা, রিঠা ফল ও গ্রিন টি দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন সালফেট মুক্ত এই শ্যাম্পু। শুধু মাত্র চুলের স্বাস্থ্যই ভালোরাখবে না বরং স্ক্যাল্পও ভালো রাখতে সাহায্য করে এই শ্যাম্পু।
উপকরণ
অ্যালোভেরা- চুলের সৌন্দর্য বৃদ্ধি করতে ও স্বাস্থ্য ভালো রাখতে অ্যালোভেরার জুড়ি মেলা ভার। অ্যালোভেরাকে ম্যাজিক প্ল্যান্ট বলা হয়ে থাকে। এতে আছে ভিটামিন বি১২, ভিটামিন সি, এ এবং ই। এছাড়াও অ্যালোভেরায় উপস্থিত অ্য়ান্টিইনফ্ল্যামেটরি উপাদান স্ক্যাল্পের প্রদাহ কমাতে সাহায্য় করে ফলে চুল পড়া কমে যায়।
গ্রিন টি- গ্রিন টি যেমন স্বাস্থ্যের জন্যে উপকারী, তেমনই চুলের যত্নেও এর ভূমিকা অপরিসীম। এতে উপস্থিত পলিফেনল চুলের সজীবতা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও এটি চুলের বৃদ্ধিতেও সাহায্য করে।
রিঠা ফল- প্রাকৃতিক শ্যাম্পু হিসেবে ব্যবহৃত হয় রিঠা। স্ক্যাল্পের ময়লা পরিস্কার করতে এটি ভালো ক্লেনজার। যদিও ফ্যানা হয় না বলে অনেকেই মনে করেন এতে চুল পরিস্কার হয় না কিন্তু আসলে তা নয়। রাসায়নিক মুক্ত শ্যাম্পু বানাতে গেলে তাই রিঠা আবশ্যক।
- ব্যবহৃত গ্রিন টি ব্যাগ ৩টি
- ২০০ মিলি লিটার জল
- ৪ টেবিল চামচ অ্যালোভেরা জেল
- ১ চামচ আমন্ড অয়েল
- ১০০ মিলি রিঠা নির্যাস
শ্যাম্পু বানানোর নিয়ম
একটি সসপ্যানে ২০০ মিলি লিটার জল নিয়ে অল্প আঁচে গরম করুন এবং এর মধ্যেই মিশিয়ে দিন ৩টি গ্রিন টি ব্যাগ। ২০ মিনিট তা ফুটিয়ে নেওয়ার পরে জল কমে এলে মেশাতে হবে রিঠার নির্যাস। ২০০ মিলি জলে ৭-৮টি রিঠা ফল ভেঙে ভিজিয়ে রাখতে হবে সারারাত। তারপর সেই জল ফুটিয়ে নিয়ে অর্ধেক হয়ে এলে ঠান্ডা করে নিতে হবে। তারপর সেই নির্যাস মেশাতে হবে শ্যাম্পু বানানোর সসপ্যানে। গ্রিন টি ও রিঠার নির্যাস মিশে গেলে তা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এর পরে সেই মিশ্রণে ৪ টেবিল চামচ অ্যালোভেরা জেল ও ১ চামচ আমন্ড অয়েল মিশিয়ে নিতে হবে। ইচ্ছে হলে এই শ্যাম্পুতে কয়েক ফোঁটা পছন্দের এসেনসিয়াল অয়েল মিশিয়ে নেওয়া যেতে পারে। এই শ্যাম্পুটি তিন সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখে ব্যবহার করা যেতে পারে। সপ্তাহে তিন দিন এই শ্যাম্পু ব্যবহার করলেই ফিরবে চুলের জেল্লা।