নিউজ ডেস্ক: ১১ সেপ্টেম্বর সোমবার টানটান উত্তেজনা গ্রাস করেছিল সারা দেশের মানুষকে। শ্রীলঙ্কার পাল্লেকেলেতে তখন মাঠের মধ্যে যুযুধান ভারত-পাকিস্তান। এশিয়া কাপের গ্রুপ লিগের এই ভারত-পাক লড়াই বৃষ্টির জন্য মাঝপথে ভেস্তে গেলেও বৃষ্টির বাধা টপকে ২২৮ রানের ব্যবধানে স্বপ্নের জয় ছিনিয়ে আনে ভারত। বিরাট জয়ে সুপার ফোরে রাউন্ডের যাত্রা শুরু করে ভারত। আর সেই জয়ের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যেও। বাদ পড়েনি বাংলার শিলিগুড়িও।
শিলিগুড়ির হাসমিচকে দেখা মিলল বিপুল জনস্রোত। ঘড়িতে তখন রাত ১২টা বেজে পার তবুও চোখে ঘুম নেই ক্রিকেটপ্রেমীদের। পটকা ফাটিয়ে শহরের প্রাণকেন্দ্রে উচ্ছ্বাসে মাতল তারা। পাশাপাশি হাতে জাতীয় পতাকা নিয়ে বাজনার তালে তালে পা মেলাতে বাদ রাখলেন না ক্রিকেটপ্রেমীরা। জাতীয় পতাকা নিয়ে তাদের উল্লাস ছিল চোখে পড়ার মত। এ যেন স্বপ্নের জয়। ভারতের পাক বধে মেতে উঠেছিল মধ্যরাতের শিলিগুড়ি।
পাকিস্তানকে ধরাশায়ী করার পর মঙ্গলবার ১২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামবে মেন ইন ব্লু। পরপর ২টি হাই-ভোল্টেজ ম্যাচ খেলা এমনিতেই চাপের। তার উপরে ভারত-পাক ম্যাচ রিজার্ভ ডে-তে গড়ানোয় টানা তিনদিন ক্রিকেট খেলতে বাধ্য হচ্ছেন ভারতীয় তারকারা। স্বাভাবিকভাবেই ম্যাচে ক্লান্তির ছাপ পড়ার আশঙ্কা থেকেই যায়। তবে রোহিত শর্মাদের অনুপ্রাণিত করছে অন্য একটি বিষয়। মঙ্গলবার শ্রীলঙ্কাকে হারালেই ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যাবে ভারতের। সেক্ষেত্রে শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচটি ভার্চুয়াল সেমিফাইনালের রূপ নেবে। দাসুন শানাকাদের হারিয়ে ফাইনালের টিকিট কি নিশ্চিত করতে পারবে ভারত? অপেক্ষায় সারা দেশ।