নিউজ ডেস্ক: বর্ষাকাল শেষের মুখে তা সত্তেও প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি নেই শহরবাসীর। সকাল বেলাতেই অফিস যাওয়ার পথে ঘেমে যাচ্ছে সারা দেহ। মাথা থেকেও ঘাম গড়িয়ে পড়ছে কপালে। ফলে চুলের গোড়াতে ঘাম বসে ধুলো-ময়লা জমছে। আবার ঠিক মতো পরিস্কার না হলে সেখান থেকেই তৈরি হচ্ছে খুশকি। আবার খুশকির সমস্যা শুরু হলে এর হাত থেকে নিস্তার পাওয়া কঠিন। বাজারচলতি বিভিন্ন রকমের অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করলেও খুশকি ফিরে আসে। তবে জানেন কি খুশকি তাড়াতে অব্যর্থ ওষুধ হিসেবে ব্যবহার করা যায় নিম পাতা? নিমের অ্যান্টি ফাঙ্গাল গুণ খুশকি তাড়াতে দারুণ কাজে লাগে। তাই নির্দিষ্ট নিয়মে মেনে ব্য়বহার করুন নিমপাতা।
নিমতেল- মাথায় খুশকির উপদ্রব থাকলে রাতে ঘুমাতে যাওয়ার আগে সপ্তাহে তিনদিন নিম তেল মাথার ত্বকে মালিশ করতে হবে। বাড়িতেই বানানো যায় এই তেল। পরিমাণমতো লারকেল তেলে নিমপাতা ফুটিয়ে নিতে হবে। এরপর তাতে কয়েকফোঁটা লেবুর রস মিশিয়ে নিলেই তৈরি নিমতেল।
নিমের হেয়ার প্যাক- এক কাপ দইয়ের মধ্যে একমুঠো নিমপাতা বাটা মিশিয়ে নিন। চুলে ও মাথার ত্বকে এই প্যাক মিশিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
নিম হেয়ারমাস্ক- নিমের তৈরি হেয়ারমাস্কেও খুশকির উপদ্রব কমে। একমুঠো নিমপাতা বাটার সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। মাথার ত্বকে এই মাস্কটি ভাল করে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেললেই খুশকি কমবে।