নিউজ ডেস্ক: বিধানসভা
পঞ্চায়েত বা পুরসভা ভোট প্রত্যেকটি ক্ষেত্রেই রাজ্যের শাসকদলের বিরুদ্ধে কারচুপি
এবং ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছে বিজেপি। এবার ভোটার তালিকায় কারচুপির অভিযোগে
নির্বাচন কমিশনের দারস্থ বঙ্গ বিজেপি। ভোটার তালিকা সংশোধন চলাকালীন নিয়োগ করতে
হবে স্পেশাল অবজারভার বা পর্যবেক্ষক দাবি বিজেপির। এদিন এই দাবি নিয়ে শিশির বাজরিয়া, জগন্নাথ চট্টোপাধ্যায় ও লোকনাথ
চট্টোপাধ্যায় বিজেপির তিন সদস্যের প্রতিনিধিদল দেখা করে চিঠি দিলেন ডেপুটি
নির্বাচনী কমিশনারের কাছে।
এদিনের
কর্মসূচি প্রসঙ্গে শিশির বাজোরিয়া বলেন, “ভোটার তালিকায় এর আগেও একাধিক নাম দেখা গিয়েছে যারা ঠিকানা বদল করেছেন
বা মৃত। শুধুমাত্র ভোটার তালিকা সংশোধন নয়। সরাসরি
মুখ্যমন্ত্রী বা বাংলা সহায়তা কেন্দ্র রাজ্য সরকারের দুই প্রকল্প যেগুলি সামনে
থেকে সরকারি কর্মীরা চালাচ্ছে বলে মনে করানো হলেও তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে
আইপ্যাক নামক বেসরকারি সংস্থা”।
কোন সরকারি কাজ
কেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে চুক্তিবদ্ধ বেসরকারি সংস্থার কর্মী দ্বারা হবে সে বিষয়েও
ডেপুটি নির্বাচন কমিশনারকে দেওয়া চিঠিতে উল্লেখ করেছে বিজেপির প্রতিনিধি দল। যদিও তৃনমূল কংগ্রেস বা নির্বাচন কমিশনের কোন পক্ষের এবিষয়ে কোন
প্রতিক্রিয়া মেলেনি।