নিউজ ডেস্ক: মঙ্গলবার সকাল থেকে বেশ রোদ ঝলমলে দিন কাটছিল কলকাতায়।
তার মধ্যেই দুপুর থেকেই আকাশের মুখ ভার হতে শুরু হয়। কয়েক পশলা বৃষ্টিও হয় কলকাতার
বিভিন্ন জায়গায়। ভ্যাপসা গরমের থেকে খানিক মুক্তি মিললেও এরই মধ্যে নতুন পূর্বাভাস
দিল মৌসম ভবন। আলিপুর আবহাওয়া দফতর মারফত জানানো হয়েছে, মঙ্গলবার
থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি
হতে পারে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম
এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে বলেই জানা গিয়েছে
আবহাওয়া দফতরের পক্ষ থেকে। আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে
পরিণত হতে পারে। এর জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে।
স্পষ্টত, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, দুই মেদিনীপুর
এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কলকাতা এবং অন্যান্য বেশ
কয়েকটি জেলাতেও বজ্রগর্ভ মেঘে বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। বৃষ্টিতে ভাসতে পারে
উত্তরবঙ্গও।