নিউজ ডেস্ক: এবার উদ্ধার হল বিশাল আকারের অজগর। মঙ্গলবার দুপুরে
মাদারিহাট মেঘনাদ সাহা নগর থেকে ১৬ফুট লম্বা একটি অজগর উদ্ধার করল মাদারিহাট বন
দপ্তরের কর্মীরা। জানা গেছে, এদিন দুপুরে এক ব্যক্তি জমিতে
ঘাস কাটতে গিয়ে অজগরটিকে জঙ্গলের মধ্যে পড়ে থাকতে দেখতে পান। বিশাল অজগরটিকে দেখেই
ওই ব্যক্তি ভয়ে দৌড়ে গ্রামের দিকে ছুটে গিয়ে স্থানীয়দের খবর
দেন। খবর চাউর হতেই মুহূর্তের মধ্যে গ্রামের মানুষ জড়ো হয়ে যান। অজগর সাপটিকে
দেখতে কৌতুহলী জনতার ভিড় জমে যায়। খবর দেয়া হয় মাদারিহাট বন দপ্তরকে।
খবর পেয়ে
দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন মাদারিহাট রেঞ্জের বন দফতরের কর্মীরা। স্থানীয়দের
সহযোগিতায় সাপটিকে পাকড়াও করেন বন কর্মীরা। অজগরটিকে জঙ্গলে
ছেড়ে দেওয়া হয়েছে বলে বন দপ্তর সূত্রে জানা গেছে। উল্লেখ্য মাদারিহাট জলদাপাড়া জঙ্গল সংলগ্ন এলাকায় প্রায়ই অজগরের দেখা মেলে। দিন দশেক
আগেও মাদারিহাট পিংকি চৌপথি এলাকা থেকে একটি
১৭ ফুট লম্বা অজগর উদ্ধার করেছিলেন বন কর্মীরা।