নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিতে চলেছে সিবিআই। ২০১৪ সালের প্রাথমিক টেট সংক্রান্ত তদন্তে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ‘বিস্ফোরক’ সেই তথ্য আদালতে জমা দেওয়ার কথা ছিল সোমবার। কিন্তু হাইকোর্টের এক আইনজীবীর মৃত্যুর কারণে এদিন কর্মবিরতি ছিল। তাই মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সেই সমস্ত তথ্য পেশ করবে সিবিআই।
কেন্দ্রের তরফে ডেপুটি সলিসিটর জেনারেল বিল্বদল ভট্টাচার্যের দাবি, এই দুর্নীতিতে পার্থের জড়িয়ে থাকার বিভিন্ন তথ্য মুছে ফেলেন তাঁর সচিব। কী ভাবে, কোন পরিস্থিতিতে তাঁর সচিব কী কী তথ্য মুছে ফেলেছেন, তা মঙ্গলবারের রিপোর্টে বিস্তারিত ভাবে উল্লেখ করা হবে। প্রাথমিক দুর্নীতি প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের নামও এসেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, পার্থর দফতরে মানিকের ঘনঘন যাতায়াত ছিল।
গত সপ্তাহে মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, সোমবার রিপোর্ট দিতে হবে সিবিআই-কে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশ্যে তিনি বলেন, “আপনাদের তো কিছু একটা করতে হবে। এমনিতেই এই মামলা দীর্ঘদিন সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় তদন্তের গতি ধীর হয়েছে। শেষমেশ কী হয় তা দেখার জন্য সবাই অপেক্ষা করছে।”