নিউজ ডেস্ক: ডিজেলচালিত গাড়ি থেকেই নাকি বেশিমাত্রায়
বায়ুদূষণ ঘটছে আর তাই কি বাড়তি জিএসটির জুজু দেখিয়ে দূষণে লাগাম
টানা যায় কিনা সেটা ভাবনাচিন্তা করে দেখছে কেন্দ্র? মঙ্গলবার
কেন্দ্রীয় সড়কমন্ত্রী নীতিন গড়কড়ী জানান যে ডিজেলচালিত গাড়িকে এবার ধীরে ধীরে বিদায়
জানাতে হবে দেশবাসীকে এবং সেই গাড়ি উৎপাদনের উপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদিন
কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্টই বলেন, ‘ডিজেল গাড়িকে এ বার ধাপে ধাপে
বিদায় জানান। না হলে আমরা দাম এতটাই বাড়িয়ে দেব যে সেগুলি আপনারা বিক্রিই করতে
পারবেন না।’
গডকড়ী মঙ্গলবার দেশের গাড়ি
নির্মাতা সংস্থাগুলির সংগঠনের সভায় জানান, ডিজেল গাড়ির উপর ১০ শতাংশ জিএসটি বসানোর জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা
সীতারামনকে প্রস্তাব দিতে পারেন তিনি। সেই সঙ্গে ‘দূষণ-কর’ বসানোর ইঙ্গিতও দেন
তিনি। গডকড়ী জানান, বর্তমানে দেশে
নথিভুক্ত পেট্রোল-ডিজেল চালিত যানবাহনের সংখ্যা প্রায় ৩৪ কোটি। প্রতি বছর সেই
সংখ্যা ১০ শতাংশ করে বাড়ছে। এই পরিস্থিতিতে দূষণ নিয়ন্ত্রণের বিষয়টি অগ্রাধিকার
দিতে গেলে কিছু কড়া পদক্ষেপ করতে হবে।