নিউজ ডেস্ক: বিপরীতে শাহরুখ খান আবার অন্যদিকে বলিউডে পা রাখার হাতছানি! তা সত্ত্বেও ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন এক দক্ষিণী অভিনেত্রী। ‘জওয়ান’ জ্বরে যখন পুড়ছে ভারত তখনই উঠে আসছে এই ছবির নেপথ্যের বহু কাহিনি। কখনো সিনেমার প্রোডাকশন হাউসের তরফে আবার কখনো অভিনেতা-অভিনেত্রীদের মারফত, জওয়ান শুটিং করার সময়কার অনেক গল্পই এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। পাঠান-এর পর ফের এই ছবিতে অ্যাকশন হিরো লুকে ধরা দিয়েছেন শাহরুখ। শুধু তাই-ই নয়, ছবিতে একাধিক ‘লুক’ রয়েছে শাহরুখের। সেই লুক তৈরি করা ও প্রস্থেটিকেরও গল্প বলেছেন ছবিতে শাহরুখের ডামি অভিনেতা। তবে জানেন কি এই ছবির জন্য অ্যাটলির প্রথম পছন্দ নয়নতারা নয় অন্য এক অভিনেত্রী ছিলেন?
দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির অন্যতম নামী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। জানা গিয়েছে যে পরিচালক অ্যাটলির প্রথম পছন্দ ছিলেন তিনিই। ২০২১ সালে ‘জওয়ান’-এর জন্য সামান্থার কাছেই আগে যান তিনি। কিন্তু সেই সময় ‘দ্য় ফ্যামিলি ম্যান’ সিরিজে কাজ করছিলেন সামান্থা। কাজ শেষ হওয়ার পরে প্রাক্তন স্বামী নাগা চৈতন্যর সঙ্গে সংসারেই মনোনিবেশ করতে চেয়েছিলেন সামান্থা। সে সময় সন্তান নেওয়ারও পরিকল্পনা করছিলেন তিনি। তাই অ্যাটলিকে প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। তারপরেই নয়নতারার কাছে যান তিনি। অ্যাটলি পরিচালিত এই ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক নয়নতারার। বলিউডে পা রেখেই শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।
সামান্থার সঙ্গে এর আগেও কাজ করেছেন অ্যাটলি। জুটি বেঁধে দর্শকদের উপহার দিয়েছেন একাধিক হিট ছবি। অ্যাটলি পরিচালিত ‘থেরি’ ছবিতে ২০১৬ সালে থলপতি বিজয়ের বিপরীতে অভিনয় করেছিলেন সামান্থা। নিত্যা মেনন ও কাজল আগরওয়ালের সঙ্গে অ্যাটলির ‘মেরসল’ ছবিতেও কাজ করেছিলেন তিনি।