নিউজ ডেস্ক: পরপর দুটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল
কেরলে। কারণ প্রাণঘাতী ভাইরাস নিপা। আর এই ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার পরই সতর্কতা জারি
হয় কেরলে। কোঝিকোড়ের এক বেসরকারি হাসপাতালে জ্বর নিয়ে ভরতি হন ওই
দু’জন। কিন্তু এরপরই তাঁদের মৃত্যু হয়। এদিকে এখনও সেখানে একই উপসর্গ নিয়ে ভরতি
রয়েছে ৪ জন। তাদের মধ্যে তিনজন শিশু রয়েছে। সব মিলিয়ে আতঙ্ক ক্রমেই বাড়ছে।
ভরতি থাকা রোগীদের মধ্যে একজন রয়েছেন
আইসিইউয়ে। তিনি প্রয়াত দু’জনের অন্যতম ২২ বছরের এক যুবকের আত্মীয়। শিশুদের মধ্যে
দু’জনের বয়স ৪ ও ৯ বছর। আরেকজন শিশুর বয়স ১০ মাস। ইতিমধ্যেই পুণের ন্যাশনাল
ইনস্টিটিউট অফ ভাইরোলজি তথা এনআইভিতে পাঠানো হয়েছে নমুনা। মঙ্গলবার সন্ধের পর
রিপোর্ট পেলেই নিশ্চিত হওয়া যাবে মৃতরা নিপা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা।
ইতিমধ্যেই সরকারি উদ্যোগে আপৎকালীন বৈঠক শুরু হয়েছে।
এর আগে ২০১৮ এবং ২০২১ সালেও কেরলে আতঙ্ক ছড়িয়েছিল
নিপা। প্রথমে আক্রান্ত হয়েছিলেন ২৩ জন, তার মধ্যে মারা যান ১৮ জন। এবারেও কি মৃত্যুহার
বাড়বে? কতটা আতঙ্ক ছড়াবে নিপা, এখনও আন্দাজ করতে পারছেন না কেউ।