নিউজ ডেস্ক: আগামী ১৮ সেপ্টেম্বর থেকে সংসদে পাঁচ দিনের বিশেষ অধিবেশন শুরু হচ্ছে। ১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থী উপলক্ষে একটি পুজোর পরই আনুষ্ঠানিক সূচনা হবে নতুন সংসদ ভবন ‘সেন্ট্রাল ভিস্তা’র। তার আগে সংসদের কর্মীদের জন্য তৈরি হচ্ছে নতুন ইউনিফর্ম। জানা গিয়েছে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়ায় তৈরি করা হচ্ছে এই পোশাক।
নতুন সংসদের নতুন ড্রেস কোড তৈরি করছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি(NIFT)। জানা গিয়েছে, আমলারা এতদিন বন্ধগলা স্যুট পরতেন। তার বদলে এবার থেকে গোলাপি রঙের নেহরু জ্যাকেট থাকবে। সেইসঙ্গে, সাদার উপর হালকা গোলাপী পদ্মের নকশা করা শার্ট। আর কর্মীরা পরবেন খাকি রঙের প্যান্ট।
নয়া ড্রেস কোড অনুযায়ী সংসদের মার্শালরা সাফারি স্যুটের পরিবর্তে ক্রিম রঙের কুর্তা পাবেন। সঙ্গে মাথায় পরবেন মণিপুর পাগড়ি। সংসদ চত্বরে মোতায়েন নিরাপত্তারক্ষীরাও পাবেন একটি নতুন ইউনিফর্ম। জানা গিয়েছে, সাফারি স্যুটের পরিবর্তে এবার থেকে তারা পরবেন মিলিটারিদের মতো ক্যামোফ্লেজ পোশাক। মহিলা কর্মচারীরা পুরনো ডিজাইনের পরিবর্তে নতুন ডিজাইনের একটি পোশাক পাবেন বলে খবর।