নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরে পাকিস্তান থেকে স্বাধীনতার দাবি সরব পাক অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষ। তাদের দাবি, ‘সৎ’ মায়ের মতো আচরণ করছে পাকিস্তান। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুতের পর্যাপ্ত ও প্রয়োজনীয় সুবিধা দেওয়া হচ্ছে না। ইতিমধ্যেই এনিয়ে কয়েক দফা প্রতিবাদও করেছে তারা। তবে খুব শীঘ্রই ভারতের সঙ্গে একত্রিত হতে চলেছে পাক অধিকৃত কাশ্মীর(POK)। এবার এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা অবসরপ্রাপ্ত প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ভি কে সিং(VK Singh)।
পাক অধিকৃত কাশ্মীরের জনগণের দাবি, অঞ্চলটিকে ভারতের সঙ্গে একত্রিত করা উচিত। এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভি কে সিং বলেন, “পাক অধিকৃত কাশ্মীর নিজে থেকে ভারতের সঙ্গে যোগ হবে। একটু ধৈর্য ধরুন।”
সম্প্রতি চিন(China) নয়া এক মানচিত্র প্রকাশ করে। যেখানে ভারতের অরুণাচল প্রদেশকে চিনের অন্তর্ভুক্ত বলে দাবি করা হয়। যা নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কড়া প্রতিক্রিয়া জানান। এমনকি লাদাখের এক ইঞ্চি জমিও চিন দখল করতে পারেনি বলে স্পষ্ট জানানো হয় দিল্লির তরফে। চিনের ওই নয়া মানচিত্রের প্রেক্ষিতে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ভিকে সিংকে প্রশ্ন করা হয়। যার উত্তরে পাক অধিকৃত কাশ্মীর কিছু সময় পর নিজে থেকেই ভারতের অন্তর্ভুক্ত হবে বলে দাবি করেন ভি কে সিং।
সম্প্রতি গোয়ায় এসসিও শীর্ষ সম্মেলনে পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়ান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। প্রশ্ন তোলেন, ‘বেআইনিভাবে দখল করা ভারতের অঞ্চলগুলি কবে খালি করা হবে?’ তিনি স্পষ্ট বলেন, “পাক অধিকৃত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। সরকার সর্বদা তা বজায় রাখবে।” এই আবহে ভি কে সিংয়ের বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে দাবি কূটনৈতিক মহলের।