নিউজ ডেস্ক: দীর্ঘ দুই দশকের কেরিয়ারে এই প্রথম ওটিটিতে পা দিতে চলেছেন করিনা কপুর খান। আগামী ২১ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ওটিটিতে তাঁর প্রথম ছবি জানে জান। ছবির প্রচারও শুরু করে দিয়েছেন তিনি। নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে ছবিটি। ছবির প্রচারে গিয়েই সম্প্রতি একটি ইন্টারভিউতে নিজের দুই সন্তান তৈমুর এবং জেহ-এর বিষয়ে বেশ কিছু কথা ফাঁস করেছেন তিনি। তিনি জানান যে, তাঁর দুই সন্তানের ন্যানিদের জন্য নতুন নিয়ম চালু করেছেন করিনা ও সইফ আলি খান।
সাক্ষাৎকারে করিনা বলেন, ‘আমার দুই ছেলেই ন্যানির সঙ্গে বসে একই টেবিলে খাবার খায়’। কারণ হিসেবে অভিনেত্রী বলেন যে, একদিন তৈমুর তাঁদের জিজ্ঞাসা করেছিল, কেন ন্যানি তার সঙ্গে বসে খাবার খায় না। দাদার দেখাদেখি জেহও একই প্রশ্ন করে মা করিনাকে। দুই সন্তান যাতে ভেদাভেদ না শেখে এবং নিজেদের ন্যানিদের যোগ্য সম্মান করতে শেখে, তাই দম্পতি সিদ্ধান্ত নেন, এখন থেকে তৈমুর এবং জেহ ন্যানির সঙ্গে একই টেবিলে বসে রাতের খাবার খাবে।
করিনা বলেন, তাঁরা না থাকলে, ন্যানিরাই দেখাশোনা করে বাচ্চাদের। তাই তাঁরা করিনা এবং সইফের মতো একই সম্মান পাওয়ার যোগ্য। বেশিরভাগ সময়ই তাঁরা সবাই একসঙ্গে ট্রাভেল করেন। নিজের সন্তানের মতোই তাঁরা করিনার সন্তানদের দেখভাল করেন। তাই এগুলি তিনি উপেক্ষা করতে পারেন না। প্রসঙ্গত, ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেতা সইফ আলি খান এবং অভিনেত্রী করিনা কপুর খান। চার বছর পর ২০১৬ সালে বড় ছেলে তৈমুরের জন্ম হয়। সইফ-করিনার ছোট ছেলে জেহ-এর জন্ম হয় ২০২১ সালে।